প্রেসিডেন্ট নির্বাচন শুরু ফ্রান্সে

ফ্রান্সে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, সোশ্যালিস্ট পার্টি`র ফ্রাঙ্কয়েস হল্যান্ডে, ন্যাশনাল ফ্রন্ট পার্টি`র মেরিন লে পেন-সহ ১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ফ্রান্সের ৪ কোটি ৪৫ লক্ষ ভোটার।

Updated By: Apr 22, 2012, 04:08 PM IST

ফ্রান্সে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, সোশ্যালিস্ট পার্টি`র ফ্রাঙ্কয়েস হল্যান্ডে, ন্যাশনাল ফ্রন্ট পার্টি`র মেরিন লে পেন-সহ ১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ফ্রান্সের ৪ কোটি ৪৫ লক্ষ ভোটার।
এদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউরো জোনে আর্থিক মন্দায় যথেষ্ট ধাক্কা খেয়েছে ফ্রান্সের অর্থনীতি। এবং দেশের আর্থিক সঙ্কট মোকাবিলায় জনপ্রিয়তা হারিয়েছেন সারকোজি। তাই গোটা ফ্রান্স জুড়েই একটা সারকোজি বিরোধী হাওয়া বইছে। সে ক্ষেত্রে এবার পরিবর্তনের একটা ইঙ্গিত মিলছে ফরাসি রাজনীতিতে।
ফ্রান্সের সংবিধান অনুযায়ী, প্রথম পর্যায়ে যদি কোনও প্রার্থীই ৫০ শতাংশ না পান, তখন চুড়ান্ত পর্যায়ের নির্বাচন হবে। ওই নির্বাচনে প্রথম পর্যায়ের ২ সর্বোচ্চ ভোটপ্রাপক প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ফ্রান্সে চুড়ান্ত পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচন ৬ মে।

.