সর্বনাশ! বিড়াল ছানা পুষতে গিয়ে বিপত্তি, বড় হতেই প্রকাশ্যে এল আসল পরিচয়

আফ্রিকান সার্ভাল এবং একটি গৃহপালিত বিড়ালের মধ্যে  ক্রস, যা পোষা প্রাণী হিসাবে বাড়িতে রাখা আইনী।

Updated By: Oct 12, 2020, 02:41 PM IST
সর্বনাশ! বিড়াল ছানা পুষতে গিয়ে বিপত্তি, বড় হতেই প্রকাশ্যে এল আসল পরিচয়

নিজস্ব প্রতিবেদন: একটি বিদেশী বিড়াল পোষার সখ হয়েছিল দম্পতির। অবশেষে সেই ইচ্ছাকে সবুজ সংকেত দয়ে কিনে ফেলে এক বিড়াল বাচ্চাকে। একেবারে দর কাষাকষি করে দাম করে ওই বিদেশী বিড়ালের। ঘরে নিয়ে আসে সেই বিড়ালছানাকে। 

নরমান্ডির বন্দর শহর লে হাভেরের এই দম্পতি একটি অনলাইন বিজ্ঞাপনে  দেখে সাভানাহ বিড়ালটি কিনতে চেয়েছিলেন। এটি আফ্রিকান সার্ভাল এবং একটি গৃহপালিত বিড়ালের মধ্যে  ক্রস, যা পোষা প্রাণী হিসাবে বাড়িতে রাখা আইনী।
হাইব্রিড বিড়াল

৬০০০ ইউরো দিয়ে সেই বিড়াল কেনে দম্পতি। তবে, এক সপ্তাহ ধরে যত্ন নেওয়ার পর সেই বিড়ালছানা তাদের কাছে সন্দেহজনক হয়ে ওঠে। ডেকে আনে স্থানীয় পুলিশকে। বন দফতরের আধিকারিকরা এসে জানায়, এটি বিড়াল নয়, বাঘের বাচ্চা। 

.