৩ মাসে সাজসজ্জার জন্য ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর খরচ ১৯ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক: রোমান্স ও সাহিত্যের ভূমি হিসাবেই চিরকাল পরিচিত ফ্রান্স। সেই দেশে যে সাজসজ্জার জন্য একটু বেশি ব্যায় হবে এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে এই 'একটু বেশি'র বহরটা শুনলে হয়ত আপনার চোখ কপালে উঠবে। ক্ষমতায় আসার পর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর নাকি সাজসজ্জার জন্য খরচ হয়েছে ২৬ হাজার ইউরো অর্থাত্ ভারতীয় মুদ্রায় ১৯ লক্ষ টাকা, এমনটাই জানাচ্ছে ফরাসি পত্রিকা 'লে পয়েন্টে'র একটি প্রতিবেদন।
বর্তমান বছরের ১৪ মে প্রেসিডেন্টের কুর্সিতে বসেন ম্যাখো, আর তারপর থেকে তাঁর সাজগোজের ব্যায়ের তথ্য হাতে পেয়েই নাকি এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ম্যাখোর সাজসজ্জার খরচ নিয়ে এত আলোচনা হচ্ছে বটে কিন্তু, তাঁর পূর্বসুরিরাও এবিষয়ে খুব একটা পিছিয়ে নেই। 'লে পয়েন্টে'র প্রতিবেদন অনুসারে একবার দেখে নিন ভূতপূর্ব ফরাসি প্রেসিডেন্টদের সাজুগুজুর খরচ-
ফ্রাঁসোয়া ওঁলাদ ৩ মাসে সাজসজ্জার জন্য ব্যায় করতেন ৩০ হাজার ইউরো অর্থাত্ ২২ লক্ষ টাকা।
নিকোলাস সারকোজির প্রতি মাসে এক্ষেত্রে খরচ হত ৮ হাজার ইউরো অর্থাত্ ৬ লক্ষ টাকা।