৯৭ বছর বয়সে গ্রাজুয়েশন করলেন বেকেমা
৯৭ বছরে বয়সে শেষ পর্যন্ত গ্রাজুয়েশন করলেন মার্গারেট থম বেকেমা। গ্রান্ড র্যাপিডস ক্যাথলিক সেন্ট্রাল হাই থেকে ১৯৩৬ সালে গ্রাজুয়েশন করার কথা ছিল তাঁর। কিন্তু নিজের পরিবারের সদস্যদের দেখভাল করার জন্য আর পড়াশুনা করে উঠতে পারেননি তিনি। ১৯৩২ সালেই পড়া ছেড়ে দিতে হয় তাঁকে। ৭৯ বছর বাদে অবশেষে নিজের ইচ্ছে পূরণ করতে পারলেন বেকেমা।
ওয়েব ডেস্ক: ৯৭ বছরে বয়সে শেষ পর্যন্ত গ্রাজুয়েশন করলেন মার্গারেট থম বেকেমা। গ্রান্ড র্যাপিডস ক্যাথলিক সেন্ট্রাল হাই থেকে ১৯৩৬ সালে গ্রাজুয়েশন করার কথা ছিল তাঁর। কিন্তু নিজের পরিবারের সদস্যদের দেখভাল করার জন্য আর পড়াশুনা করে উঠতে পারেননি তিনি। ১৯৩২ সালেই পড়া ছেড়ে দিতে হয় তাঁকে। ৭৯ বছর বাদে অবশেষে নিজের ইচ্ছে পূরণ করতে পারলেন বেকেমা।
গ্রাজুয়েশন করে খুবই খুশি তিনি। বেকেমা জানান,'স্কুল ছেড়ে দিতে কখনই ইচ্ছে হয়নি তাঁর। কিন্তু বাড়ির কথা মাথায় রেখে ছেড়ে দিতে হয়েছে তাঁকে। পড়াশুনা, স্কুল, বন্ধু ছেড়ে একদমই ভালো ছিলেন না তিনি।' ওই স্কুলের প্রধান শিক্ষক গ্রেগ ডিজা নিজে গ্রাজুয়েশনের সার্টিফিকেট বেকেমার হাতে তুলে দেন।