গুগুলের পাঁচ মিনিটের অবসরে ধাক্কা ওয়েব ট্র্যাফিকে

শনিবার সকালে পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল গুগুল পরিষেবা। যান্ত্রিক গোলযোগের কারণে গুগুলের এই মাত্র পাঁচ মিনিটের অবসর প্রমাণ করল আজকের ভারত ঠিক কতটা গুগুল নির্ভরশীল। রাজনৈতিক দলের বন্‌ধ হলে যেমন হয় অফিস কাছারি, কারখানা বন্ধ হয়ে প্রচুর টাকার ক্ষতি হয়, ঠিক তেমনই হল গুগুলের ডাকা অঘোষিত সাময়িক বন্‌ধ-এ।

Updated By: Aug 18, 2013, 11:17 AM IST

শনিবার সকালে পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল গুগুল পরিষেবা। যান্ত্রিক গোলযোগের কারণে গুগুলের এই মাত্র পাঁচ মিনিটের অবসর প্রমাণ করল আজকের ভারত ঠিক কতটা গুগুল নির্ভরশীল। রাজনৈতিক দলের বন্‌ধ হলে যেমন হয় অফিস কাছারি, কারখানা বন্ধ হয়ে প্রচুর টাকার ক্ষতি হয়, ঠিক তেমনই হল গুগুলের ডাকা অঘোষিত সাময়িক বন্‌ধ-এ।
ওয়েব ট্রাফিকে বড় ধাক্কা খেল গুগুলের পাঁচ মিনিটের অবসরে। জি মেল, ড্রাইভ, ম্যাপস কিছুক্ষণের জন্য সব বন্ধ হয়ে গেল। গুগুল বন্ধ দেখেই ইন্টারনেট ব্যবহারকারীরা অফ লাইন হয়ে গেলেন। পাঁচ মিনিটের গুগুল বিরতিতে দেশের ওয়েব ট্রাফিক ৪০ শতাংশ কমে গেল।
সব মিলিয়ে দেখা গেল গুগুলের ওপর নির্ভরতা কতটা বেড়ে গেছে সবার।

Tags:
.