মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন হিলারি ক্লিন্টন

"মার্কিনিরা প্রতিদিন একজন বিজয়ী চায়। আমি সেই বিজয়ী হতে চাই," হোয়াইট হাউজে বললেন ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। ২০০৮ সালে বারাক ওবামার কাছে হারার পর দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চলেছেন হিলারি ক্লিন্টন। 

Updated By: Apr 13, 2015, 11:18 AM IST
মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন হিলারি ক্লিন্টন

ওয়েব ডেস্ক: "মার্কিনিরা প্রতিদিন একজন বিজয়ী চায়। আমি সেই বিজয়ী হতে চাই," হোয়াইট হাউজে বললেন ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। ২০০৮ সালে বারাক ওবামার কাছে হারার পর দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চলেছেন হিলারি ক্লিন্টন। 

ডেমোক্র্যাটদের তরফে এদিন জন পোডেস্টা ঘোষণা করেন প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন হিলারি। আগামী মাসে লোয়া থেকে শুরু করবেন প্রচার। হিলারি বলেন, "কঠিন আর্থিক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন মার্কিনিরা।" তাই মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক সাম্য আনার লক্ষ্যেই নিজের ভোটের প্রচার চালাবেন হিলারি। রবিবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারির নাম ঘোষণার আগেই তাকে আক্রমণ করেন বিরোধী রিপাবলিকান ফ্লোরিডার গভর্নর জেব বুশ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ভাই জেব বুশ।

 

.