দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেল

ম্যান বুকার পেলেন ব্রিটিশ লেখিকা হিলারি ম্যান্টেল। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। তিনিই প্রথম ব্রিটিশ মহিলা সাহিত্যিক যিনি দু`বার বুকার পেলেন। টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তাঁর প্রথম উপন্যাস `উলফ হল`এর জন্য ২০০৯-এ তিনি প্রথমবার এই পুরস্কার পান। এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য এবছরের পুরস্কার পেলেন তিনি।

Updated By: Oct 17, 2012, 01:26 PM IST

ম্যান বুকার পেলেন ব্রিটিশ লেখিকা হিলারি ম্যান্টেল। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
তিনিই প্রথম ব্রিটিশ মহিলা সাহিত্যিক যিনি দু`বার বুকার পেলেন। টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তাঁর প্রথম উপন্যাস `উলফ হল`এর জন্য ২০০৯-এ তিনি প্রথমবার এই পুরস্কার পান। এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য এবছরের পুরস্কার পেলেন তিনি।
পুরস্কার মূল্য হিসেবে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পেলেন তিনি। ছ`জন সাহিত্যিকের ছ`টি উপন্যাসের মধ্যে ম্যান্ডেলের উপন্যাসকেই বেছে নেন জুরিরা। টাইমস লিটরারি সাপ্লিমেন্টস-এর পিটার শর্টহ্যান্ড, ডাউনটন অ্যাবের অভিনেতা ড্যান স্টিভেন্স ছিলেন অন্যতম জুরি।

.