পাখির ধাক্কায় বিমানে গর্ত!

আবার পাখির সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হল বিমান। পাখির ধাক্কায় গর্ত হয়ে গেল বিমানের সামনের অংশে। তবে তাতে কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। বিমানের সমস্ত মানুষই নিরাপদে ছিলেন।

Updated By: Mar 15, 2016, 03:02 PM IST
পাখির ধাক্কায় বিমানে গর্ত!

ওয়েব ডেস্ক: আবার পাখির সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হল বিমান। পাখির ধাক্কায় গর্ত হয়ে গেল বিমানের সামনের অংশে। তবে তাতে কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। বিমানের সমস্ত মানুষই নিরাপদে ছিলেন।

জানা গিয়েছে, ইজিপ্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে আসা একটি বিমানে হঠাত্‌ই ধাক্কা মারে একটি বিশালাকার পাখি। ওই বিশাল আয়তনের পাখির ধাক্কায় বিমানে বড়সড় একটি গর্তও হয়ে যায়। এরকম ঘটনা ঘটার পর পাইলট খুব সাবধানে নিরাপদে সমস্ত যাত্রীদের নিয়ে লন্ডনের হিথরো বন্দরে বিমানটিকে নামান। বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। কেউ কোনওভাবে আঘাতপ্রাপ্ত হননি। হিথরো বিমানবন্দরে বিমানটির ড্যামেজ সারানো চলছে।

.