কাশ্মীরের জন্য টাকা তোলার নামে মুজরা করাল পাকিস্তান, হাজির প্রেসিডেন্টও

নিজেদের দেশের অভ্যন্তরীণ অবস্থা যতই খারাপ হোক কাশ্মীরের জন্য দরদের শেষ নেই পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের উসকাতে নানা সমাজকল্যাণমূলক প্রকল্পকে ঢাল হিসাবে ব্যবহার করে পাক প্রশাসন ও সেনা। এবার পাক অধিকৃত কাশ্মীরে শিক্ষার প্রসারের নামে আয়োজিত অনুষ্ঠানে যা হল তার পর মুখ লুকানোর জায়গা পাচ্ছে না পাকিস্তান। 

Updated By: Nov 22, 2017, 04:10 PM IST
কাশ্মীরের জন্য টাকা তোলার নামে মুজরা করাল পাকিস্তান, হাজির প্রেসিডেন্টও

নিজস্ব প্রতিবেদন: নিজেদের দেশের অভ্যন্তরীণ অবস্থা যতই খারাপ হোক কাশ্মীরের জন্য দরদের শেষ নেই পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের উসকাতে নানা সমাজকল্যাণমূলক প্রকল্পকে ঢাল হিসাবে ব্যবহার করে পাক প্রশাসন ও সেনা। এবার পাক অধিকৃত কাশ্মীরে শিক্ষার প্রসারের নামে আয়োজিত অনুষ্ঠানে যা হল তার পর মুখ লুকানোর জায়গা পাচ্ছে না পাকিস্তান। 

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের জন্য ত্রাণ সংগ্রহের নামে লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান। সেখানেই মুজরা করতে দেখা যায় দুই নর্তকীকে। সামনে বসে তারিয়ে তারিয়ে সেই নাচ 'উপভোগ' করেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট। 

আরও পড়ুন - সুখোই ৩০ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা

পাক টেলিভিশন চ্যানেলে এই খবর ছড়াতে দেশ জুড়ে ঢিঢি পড়ে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিও দেখে মাসুদ খানের সমালোচনায় সরব হয়েছেন সেদেশের জনতাই। 

যদিও পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত জনপ্রতিনিধি নন মাসুদ খান। ইসলামাবাদের মদতে বছরের পর বছর ক্ষমতা দখল করে রেখেছেন তিনি। পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচনও বিরল ঘটনা। ঘটলেও তা নিরপেক্ষ ও অবাধ বলে দাবি করে না স্বয়ং পাকিস্তানও।

 

.