গোটা বিশ্বে ভারতকে শক্তিশালী করেছে আমার বন্ধু মোদী, নমোর প্রশংসায় ট্রাম্প

ভারতের সত্যিকারের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে পাশে নিয়ে সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Updated By: Sep 23, 2019, 12:13 AM IST
গোটা বিশ্বে ভারতকে শক্তিশালী করেছে আমার বন্ধু মোদী, নমোর প্রশংসায় ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্বকে ভারতকে শক্তিশালী করেছেন আমার বন্ধু নরেন্দ্র মোদী। 'হাউডি মোদী'র মঞ্চে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, নরেন্দ্র মোদী দারুণ কাজ করেছেন। তাঁর জমানায় ভারতে দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও মধ্যবিত্তের আয় বেড়েছে। 

ভারতের সত্যিকারের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে পাশে নিয়ে সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সুরই ট্রাম্পের ভাষণে। মার্কিন প্রেসিডেন্ট বলেন,''দারুণ কাজ করেছেন নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রের মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর সভায় হাজির হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা নির্বাচিত হলে হোয়াইট হাউসে ভারত সত্যিকারের বন্ধু পাবে। ভারত-মার্কিন সম্পর্ক আগের চেয়েও শক্তিশালী হয়েছে।''  

প্রধানমন্ত্রীকে জয়ের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আরও বলেন,''৩০ কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে আনতে পেরেছেন মোদী। বেকারত্ব কমিয়েছেন।''         

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে অনাবাসী ভারতীয়দের সুকৌশলে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেন, ''ট্রাম্পের সঙ্গে প্রথমবার দেখা করেছিলাম যখন উনি বলেছিলেন, হোয়াইট হাউসের সত্যিকারের বন্ধু ভারত। ওনার এখানে উপস্থিতিই সেটা বুঝিয়ে দিচ্ছে। গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের জন্য উনি অনেক কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রই ওনার অগ্রাধিকার। তাই বলছি, আবকি বার ট্রাম্প সরকার।'' 

আরও পড়ুন- মার্কিন মুলুকে 'হাউডি মোদী'-তে বাংলা বলে মন জিতলেন প্রধানমন্ত্রী, কুর্ণিশ করলেন ভাষাগত বিবিধতাকে

.