মার্কিন মুলুকে 'হাউডি মোদী'-তে বাংলা বলে মন জিতলেন প্রধানমন্ত্রী, কুর্ণিশ করলেন ভাষাগত বিবিধতাকে

এদিনের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মোদী। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়যুক্ত করার বার্তা দিয়ে বলেন, 'অবকি বার ট্রাম্প সরকার।'

Updated By: Sep 22, 2019, 11:49 PM IST
মার্কিন মুলুকে 'হাউডি মোদী'-তে বাংলা বলে মন জিতলেন প্রধানমন্ত্রী, কুর্ণিশ করলেন ভাষাগত বিবিধতাকে

নিজস্ব প্রতিবেদন: ভারত - মার্কিন বন্ধুত্বের উজ্জাপনে বক্তব্য রাখতে উঠে বাংলা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় রবিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ বক্তব্য শুরু করেন মোদী। তখনই অনুষ্ঠানের শীর্ষক বিশ্লেষণ করতে গিয়ে বাংলায় বলেন, 'সব খুব ভাল'।

এদিন মোদী বলেন, 'আপনারা যদি জিজ্ঞাসা করেন হাউডি মোদী? আমি বলব ভারতে সব ভাল আছে।' এর পরই এই উক্তিটিই একাধিক ভারতীয় ভাষায় বলেন তিনি। বাংলায় বলেন, 'সব খুব ভাল।'

 

ভারতের গৌরবময় বিবিধতার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশের ভাষাবৈচিত্র আমাদের গর্ব। আর বিবিধতার মধ্যে ঐক্যই ভারতীয় গণতন্ত্রের সব থেকে বড় শক্তি। এই বিবিধতাই বিশ্বে ভারতকে গোটা বিশ্বে অনন্য করে তোলে। প্রত্যেক ভাষাতে কোটি কোটি মানুষ কথা বলেন। আর আমরা প্রতিটি ভাষাকে সম্মান করি।'

এদিনের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মোদী। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়যুক্ত করার বার্তা দিয়ে বলেন, 'অবকি বার ট্রাম্প সরকার।'

.