হাউডি মোদী: ৫০ হাজার দর্শকের মোদী, মোদী শব্দব্রহ্মে বরণ প্রধানমন্ত্রীকে
টেক্সাসে হাউডি মোদীতে তুঙ্গে উত্তেজনা।
নিজস্ব প্রতিবেদন: কানায় কানায় ভর্তি টেক্সাসে এনআরজি ফুটবল স্টেডিয়াম। কিন্তু ফুটবল ম্যাচ নয়, মোদীর মেগা শো দেখার জন্য ভরে উঠেছে হাউস্টনের স্টেডিয়ামে। আর যাঁকে দেখার জন্য সকাল থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকেছেন, সেই নরেন্দ্র মোদী ঢুকতেই করতালিতে ফেটে পড়লেন দর্শকরা। স্টেডিয়াম জুড়ে তখন, মোদী, মোদী জয়ধ্বনি। প্রধানমন্ত্রী হাত জোড় করে ধন্যবাদ জানালেন দর্শকরা।
#WATCH Prime Minister Narendra Modi arrives on stage at NRG stadium in Houston, he will address the gathering shortly. #HowdyModi pic.twitter.com/qhsbQr6Dtx
— ANI (@ANI) September 22, 2019
That’s a Texas-sized crowd!
Electric atmosphere at the NRG arena in Houston as 50,000 strong Indian Americans wait for the historic occasion when PM @narendramodi comes on stage together with US President @realDonaldTrump at #HowdyModi. pic.twitter.com/upJj4pHphr
— Raveesh Kumar (@MEAIndia) September 22, 2019
প্রধানমন্ত্রীর সঙ্গে হাউডি মোদী অনুষ্ঠানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই টুইট করে তিনি জানিয়েছেন, আমার বন্ধুর সঙ্গে থাকব হাউস্টনে। টেক্সাসে দারুণ একটা দিন হতে চলেছে।
Will be in Houston to be with my friend. Will be a great day in Texas! https://t.co/SqdOZfqd2b
— Donald J. Trump (@realDonaldTrump) September 22, 2019
ট্রাম্পের সুরে মোদী টুইট করেছেন, নিশ্চিতভাবে দারুণ দিন হতে চলেছে। আপনার সঙ্গে সাক্ষাতে মুখিয়ে রয়েছি।
It surely will be a great day! Looking forward to meeting you very soon @realDonaldTrump. https://t.co/BSum4VyeFI
— Narendra Modi (@narendramodi) September 22, 2019
ট্রাম্পের উপস্থিতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মার্কিন মুলুকে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ''এটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। মোদী-ট্রাম্প একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ। দুই নেতার ব্যক্তিগত রসায়ন ও বন্ধুত্বের ফলেই এটা সম্ভব হচ্ছে।''
আরও পড়ুন- ভিডিয়ো: টেক্সাসে হাউডি মোদী, 'নমস্তে ও জয় শ্রী রাম' বলে অভ্যর্থনা মার্কিনীর