জাপান-জার্মানি প্রতিবেশী দেশ! ইমরান খানের ভৌগলিক জ্ঞানে ‘মুগ্ধ’ সোশ্যাল মিডিয়া!

এই দু’দেশের মধ্যে ৯ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব মুহূর্তে মুছে গেল তাঁর ব্যাখ্যায়। সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুলল ইমরানের ভৌগলিক জ্ঞান!

Updated By: Aug 26, 2019, 09:41 AM IST
জাপান-জার্মানি প্রতিবেশী দেশ! ইমরান খানের ভৌগলিক জ্ঞানে ‘মুগ্ধ’ সোশ্যাল মিডিয়া!

নিজস্ব প্রতিবেদন: এশিয়া আর ইউরোপের ভৌগলিক দূরত্ব দূরত্ব ঘুচে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যে। জার্মানি আর জাপান হয়ে গেল প্রতিবেশী দেশ! এই দু’দেশের মধ্যে ৯ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব মুহূর্তে মুছে গেল তাঁর ব্যাখ্যায়। সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুলল ইমরানের ভৌগলিক জ্ঞান।

রবিবার শিল্পপতি আনন্দ মহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেন। এই ভিডিয়োয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, ‘দু’টো দেশ যত বেশি নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াবে, দু’দেশের মধ্যে সম্পর্ক তত ভাল হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত জার্মানি আর জাপান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু এখন জাপান আর জার্মানির সীমান্তে যৌথ শিল্প-কারখানা রয়েছে। যেহেতু এখন দু’দেশের অর্থনীতি একই বিষয়ের উপর নির্ভর করছে, তাই তারা কখনওই একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না।’

ইমরানের এই ভিডিয়োটি পোস্ট করে আনন্দ মহিন্দ্রা তাঁর টুইটে লেখেন, ‘ভাগ্যিস এই ব্যক্তি আমার ইতিহাস বা ভূগোলের শিক্ষক ছিলেন না, ঈশ্বরকে ধন্যবাদ!’ ইমরানের এই ভিডিয়ো সামনে আসতেই ব্যঙ্গ-বিদ্রুপে সামিল হয়েছেন অনেকেই। দু’টি আলাদা মহাদেশে অবস্থিত জাপান আর জার্মানিকে ইমরান যে ভাবে প্রতিবেশী দেশ বানিয়ে দিলেন, তাতে তাঁর ভূগোলের জ্ঞান নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। কেউ আবার লিখেছেন, ‘ভাগ্যিস ইমরান আমাদের প্রধানমন্ত্রী নন!’

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে কোণঠাসা, এবার শাহরুখ খানকে নিশানা করলেন পাকসেনার মুখপাত্র

ইমরানের ক্ষেত্রে এ ঘটনা অবশ্য নতুন কিছু নয়। সাম্প্রতিককালে একাধিক বার বিভিন্ন কারণে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রুপ ও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ইমরানকে। যেমন, রবীন্দ্রনাথের লেখাকে খলিল জিব্রানের নামে টুইট, আফ্রিকাকে দেশ বলা বা চিনের বুলেট ট্রেন আলোর চেয়েও বেশি গতিতে ছোটে ইত্যাদি। এই ভিডিয়ো প্রসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘পড়াশোনা না করে সারাটা জীবন ক্রিকেট খেলে কাটালে এটাই হয়। এটা গোটা দেশের লজ্জা।’

.