দেশের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে Afghanistan!
বিসিসিআই-এর (BCCI) সৌজন্যে, ভারতের দেরাদুন (Dehradun), গ্রেটার নয়ডাকেই (Greater Noida) হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে রশিদদের দেশের ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: বাতাসে বারুদের গন্ধ মিশে বেঁচে থাকার দেশের নাম আফগানিস্তান (Afghanistan)। সন্ত্রাসবাদী সংগঠনের আঁতুড় ঘর আর গৃহযুদ্ধে জেরবার আফগানরা হঠাৎ করেই বুলেট রাইফেলের বদলে হাতে তুলে নিয়েছিল ব্যাট-বল। তারপর থেকেই যেন রূপকথার মতো উত্থান।
১৯৯৫ সালে প্রথম আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) গড়ে ওঠে। আইসিসি-র স্বীকৃতি পেতে সময় লেগে যায় আরও ছয় বছর। ২০০১ সালে প্রথম আইসিসি-র (ICC) অনুমোদন পায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। দু'বছর পর ২০০৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) অনুমোদন মেলে। আর ২০১০ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে সবাইকে চমকে দিল তারা।
২০১৩ সালে আইসিসি-র অ্যাসোসিয়েট মেম্বারশিপ পেয়ে যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। এরপরই বিপ্লব আফগানিস্তানের ক্রিকেট। ২০১৫ সালে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের মূলপর্বে খেলল আফগানিস্তান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমকে দিল আফগানরা। আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সৌজন্যে তখন রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবি, মুজিবুর রহমানদের চিনতে শুরু করে দিয়েছে ক্রিকেট দুনিয়া। ২০১৭ সালে পেয়ে যায় টেস্ট খেলার স্বীকৃতিও।
আরও পড়ুন- ভোকাল টনিক! দেশে ফেরার আগে টিম মিটিং করবেন Virat Kohli
যুদ্ধবিধ্বস্ত আর নিরাপত্তাজনিত সমস্যায় জর্জরিত আফগানিস্তানে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নেই। যদিও এখন কাবুল-কান্দাহারে (Kabul-Kandhahar) ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ চলছে। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটেও চালু হয়েছে। তবে বিসিসিআই-এর (BCCI) সৌজন্যে, ভারতের দেরাদুন (Dehradun), গ্রেটার নয়ডাকেই (Greater Noida) হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে রশিদদের দেশের ক্রিকেট বোর্ড।
এবার হয়তো নিজেদের দেশেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানেই হোম ম্যাচও খেলতে পারবেন রশিদ খানরা। আশাবাদী সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান ফারহান ইউসেফজাই ( Farhan Yusefzai)। কাবুলে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য ইতিমধ্যেই দুই একর জমি বরাদ্দ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ আশরাফ ঘানি (Mohammad Ashraf Ghani)।
As per the decree by H.E Mohammad @ashrafghani, The President of the Islamic Republic of Afghanistan, 12000 square meters of land in Alokhail area of Kabul is approved for the construction of a state of the art stadium in Kabul.
More: https://t.co/wXdSK1NOCp pic.twitter.com/C3qGCwEWYD
— Afghanistan Cricket Board (@ACBofficials) December 20, 2020
অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ দ্রুত শুরু হবে। ৩৫,০০০ আসন বিশিষ্ট স্টেডিয়ামে থাকবে ফাইভ স্টার গেস্ট হাউস, সুইমিং পুল, ইন ডোর-আউট ডোর অ্যাকাডেমি, দর্শকদের জন্য ক্যানোপি, হেলথ ক্লিনিক, মসজিদ, কার পার্কিং এর ব্যবস্থা এবং অন্যান্য বিশেষ সুবিধা।
আরও পড়ুন- Messi পাননি, Ronaldo পেলেন; Golden Foot জিতে আবেগঘন বার্তা দিলেন CR7