ভেঙে পড়ল করতারপুর সাহিবের ২ গম্বুজ, দ্রুত সারিয়ে দেওয়ার আবেদন করল ভারত
২০১৯ সালের ৯ নভেম্বরে খুলে দেওয়া হয় করতারপুর করিডোর। করতারাপুর সাহিব গুরুদ্বারেই সমাধিস্থ রয়েছেন গুরু নানক
নিজস্ব প্রতিবেদন: আচমকাই ভেঙে পড়েছে পাকিস্তানে করতারপুর সাহিব গুরুদ্বারের ২টি গম্বুজ। এনিয়ে পাক সরকারকে চিঠি লিখে পাকিস্তান সরকারকে তা দ্রুত সারিয়ে দেওয়ার আবেদন জানাল ভারত।
আরও পড়ুন-“অনাহারে না থাকে যেন আমার মতো মানুষেরা”, দরাজ মনে অন্ন তুলে দিচ্ছেন জগন্নাথ
পাকিস্তানকে ভারত লিখেছে, করতারপুর সাহিব গুরুদ্বারের ২টি গম্বুজ ভেঙে পড়ায় এদেশের শিখরা খুবই বিচলিত। তাঁর বিশ্বাস ও শ্রদ্ধাকে সম্মান জানাতে এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই গম্বুজ সারিয়ে তোলার অনুরোধ করছে ভারত।
উল্লেখ্য, সম্প্রতি প্রবল বৃষ্টি ও ঝড়ে করতারপুর সাহিব গুরুদ্বারের ২ গম্বুজ ভেঙে পড়ে। বছরখানেক আগেই তৈরি হওয়া ওই গম্বুজ কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানকে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গত ১৫ মার্চ করতারপুরে শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, আন্তর্জাতিক ওই সীমানা নিয়ে দুদেশের মধ্যে লোক চলাচলও বন্ধ করে দেয় ভারত।
আরও পড়ুন-গাঁটের ব্যথায় রক্ষে! করোনাকে হারিয়ে এগরার ৭৬ বছরের বৃদ্ধা বেলেঘাটা ID হাসপাতালে 'মডেল রোল'
২০১৯ সালের ৯ নভেম্বরে খুলে দেওয়া হয় করতারপুর করিডোর। করতারাপুর সাহিব গুরুদ্বারেই সমাধিস্থ রয়েছেন গুরু নানক। সেই জায়গায় যাওয়ার জন্য একট করিডোর তৈরির দাবি ছিল বহু পুরনো। তা পুরণ হওয়ার পর এখনও পর্যন্ত সেখানে গিয়েছেন ৪৪,৯৫১ শিখ পুন্যার্থী।