জার্মানিতে পড়তে গিয়ে নিখোঁজ ভারতীয় ছাত্র
কর্নাটকের বগলকোট গ্রামে বেড়ে উঠেছিল বছর ২৮-এর মঞ্জুনাথ সিদ্দান্ন ছুরি। সেখান থেকেই ইঞ্জিনিয়ারিং পড়তে একদিন পাড়ি দিয়েছিলেন জার্মানির হ্যামবার্গ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, সেখানেই ঘটে গেল বিপদ। গত ৩ দিন ধরে ছেলের কোনও খোঁজই পাচ্ছেন না মঞ্জুনাথের পরিবার।
ওয়েব ডেস্ক : কর্নাটকের বগলকোট গ্রামে বেড়ে উঠেছিল বছর ২৮-এর মঞ্জুনাথ সিদ্দান্ন ছুরি। সেখান থেকেই ইঞ্জিনিয়ারিং পড়তে একদিন পাড়ি দিয়েছিলেন জার্মানির হ্যামবার্গ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, সেখানেই ঘটে গেল বিপদ। গত ৩ দিন ধরে ছেলের কোনও খোঁজই পাচ্ছেন না মঞ্জুনাথের পরিবার।
গত ২ বছর ধরে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ছিলেন মঞ্জুনাথ। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দেশে ফেরার কথা তাঁর। মঞ্জুনাথের পরিবারের দাবি, প্রতিদিনই তাঁর সঙ্গে দু'বার করে ফোনে কথা হত। কিন্তু, গত শনিবারের পর থেকে আর কোনও ফোন আসেনি তাঁর। মঞ্জুনাথের মা জানিয়েছেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয় মঞ্জুনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এনিয়ে কথা বলার চেষ্টা চলছে।
আরও পড়ুন- শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্থানে নিহত ২০, আহত ৫০