প্রেমিকাকে না-পসন্দ, বাবাকে বিস্ফোরক দিয়ে ওড়ানোর ছক কষে জেলে গেল ছেলে

বাবাকে খুন করার জন্য বিস্ফোরকের অর্ডার দিয়েছিল গুরতেজ। সেই বিস্ফোরক বাবার গাড়িতে রাখার পরিকল্পনা করে সে

Updated By: Jan 13, 2018, 06:01 PM IST
প্রেমিকাকে না-পসন্দ, বাবাকে বিস্ফোরক দিয়ে ওড়ানোর ছক কষে জেলে গেল ছেলে

ওয়েব ডেস্ক:  বাবাকে খুন করতে বিস্ফোরক অর্ডার দিয়েছিল ব্রিটেনের এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ। সেই বিস্ফোরক ডেলিভারি হওয়ার আগেই ওই তরুণকে ধরে ফেলল ব্রিটিশ পুলিস। শনিবার ওই তরুণকে ৭ বছর কারাদণ্ডের আদেশ দিল ব্রিটেনের আদালত।
গতবছর মে মাসে ভারতীয় বংশোদ্ভূত শিখ তরুণ গুরতেজ সিং রণধাওয়াকে গ্রেফাতর করে ব্রিটেনে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ওই শিখ তরুণকে জেরা করে জানা যায় তার শেতাঙ্গ বান্ধবীকে একেবারেই পছন্দ নয় তার বাবার। সেই রাগেই সে বাবাকে খুন করার পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন-গায়েব ৫ কোটি! ১০০ দিনের কাজে বেনজির দুর্নীতি কোচবিহারে
খুনের পরিকল্পনাটাও সে বেশ নিখুঁতভাবেই ছকেছিল। বাবাকে খুন করার জন্য বিস্ফোরকের অর্ডার দিয়েছিল গুরতেজ। সেই বিস্ফোরক দিয়ে বোমা বানিয়ে বাবার গাড়িতে সেই বোমা রাখার পরিকল্পনা করে সে। সে জন্য একটি নিষিদ্ধ ওবেসাইট থেকে একটি বিশেষ ধরণের ডিটোনেটর অর্ডার দিয়েছিল ওই যুবক। 
পুলিশের নজর এড়িয়ে বিস্ফোরক কিনতে ক্রিপটোকারেন্সি ব্যবহার করেছিল গুরতেজ। নিজের বাড়ির বদলে অন্য ঠিকানায় বিস্ফোরকের ডেলিভারি নিয়েছিল সে।

 ব্রিটিশ পুলিসের দাবি ওই বিস্ফোরক দিয়ে তৈরি বোমা বিস্ফোরণ হলে বাবার গাড়িতো বটেই আপাশের লোকজনেরও ভয়ঙ্কর ক্ষতি হতে পারতো।

.