ভারত-চিন সম্পর্কের বরফ গলছে
কিছুটা হলেও বরফ গলল ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে। মনমোহন সিংকে পাশে নিয়ে উন্নততর এশিয়া গড়ার আহ্বান জানালেন চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
কিছুটা হলেও বরফ গলল ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে। মনমোহন সিংকে পাশে নিয়ে উন্নততর এশিয়া গড়ার আহ্বান জানালেন চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধান আলাদা ভাবে বৈঠক করেন। সেখানেই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে যখনই বেজিংকে সঙ্গে নিয়ে কাজ করেছে দিল্লি, তখনই তার ফল ইতিবাচক হয়েছে। চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও-ও মনে করেন, এশিয়ার উন্নয়নে দু`দেশের যৌথ ভাবে কাজ করার অনেক জায়গা রয়েছে। রাজনৈতিক মহল শুক্রবারের এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে।