বেফাঁস মন্তব্য পানেত্তার

ভারত এবং চিন এই মুহূর্তে মার্কিন প্রশাসনের সামনে অন্যতম বড় বিপদ। ওয়াশিংটনের কানেকটিকাটে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লিয়ন পানেট্টা। এধরনের মন্তব্য যে মার্কিন প্রশাসনকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিতে পারে, তা বুঝতে অবশ্য এতটুকুও সময় লাগেনি পেন্টাগনের।

Updated By: Nov 19, 2011, 12:00 AM IST

ভারত এবং চিন এই মুহূর্তে মার্কিন প্রশাসনের সামনে অন্যতম বড় বিপদ। ওয়াশিংটনের কানেকটিকাটে এমনই মন্তব্য করলেন  মার্কিন প্রতিরক্ষা সচিব লিয়ন পানেট্টা। এধরনের মন্তব্য যে মার্কিন প্রশাসনকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিতে পারে, তা বুঝতে অবশ্য এতটুকুও সময় লাগেনি পেন্টাগনের। পানেট্টার ভুল শুধরে দিতে ভারত এবং চিনকে সামরিক ক্ষেত্রে উদীয়মান শক্তিশালী দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন প্রশাসন। একই সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার কথাও রয়েছে পেন্টাগনের বিবৃতিতে। প্যানেট্টার বেঁফাস মন্তব্যকে পেন্টাগন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, আখেরে ভারত এবং চিন সম্পর্কে মার্কিন প্রশাসনের প্রকৃত মনোভাবটাই সামনে চলে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

.