খাগড়াগড় তদন্তে কলকাতায় বাংলাদেশী গোয়েন্দারা

খাগড়াগড় জঙ্গি মডিউলের মাথা ইউসুফকে জেরা করতে শহরে ফের বাংলাদেশের গোয়েন্দারা। রবিবার রাতে কলকাতায় পৌছেছেন তাঁরা। NIA হেফাজতে রয়েছে ইউসুফ। সেখানে গিয়েই তাকে জেরা করা হয়েছে।

Updated By: Oct 24, 2016, 11:24 AM IST
খাগড়াগড় তদন্তে কলকাতায় বাংলাদেশী গোয়েন্দারা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: খাগড়াগড় জঙ্গি মডিউলের মাথা ইউসুফকে জেরা করতে শহরে ফের বাংলাদেশের গোয়েন্দারা। রবিবার রাতে কলকাতায় পৌছেছেন তাঁরা। NIA হেফাজতে রয়েছে ইউসুফ। সেখানে গিয়েই তাকে জেরা করা হয়েছে।

আরও পড়ুন- ক্রমশই কি অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছে চুঁচুড়া?

NIA সূত্রে খবর, ঢাকার গুলশনে জঙ্গি হানার কথা তার জানা ছিল বলে ইউসুফ গোয়েন্দাদের জানিয়েছে। শুধু তাই নয়, গুলশন হামলার জন্য টাকার যোগান কোথা থেকে এসেছে তা জানে ইউসুফ। সেই তথ্য পেতেই তাকে জেরা করবেন বাংলাদেশের গোয়েন্দারা। সেপ্টেম্বরের শেষে অসম সহ দেশের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ইউসুফ সহ ছয় JMB জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিসের STF। পরে তাদের হেফাজতে নেয় NIA।

আরও পড়ুন- রাজ্যে একের পর এক SBI-এর ডেবিট কার্ড জালিয়াতি!

.