আইসিসি জঙ্গিদের হাত থেকে রেহাই পাওয়া এক মহিলার অভিজ্ঞতা

আইসিসদের কাছে যে মহিলারা নির্যাতিত হন, যে মহিলাদের ধর্ষণ করা হয়, যে মহিলাদের যৌনদাসীতে পরিণত করা হয়, তাঁদের কথা শুনেছেন কখনও? আইসিসদের হাতে বন্দি ছিলেন তিনিও। নাম নাদিয়া মুরাদ। বয়স ২১ বছর। অবশেষে বাঁচতে পেরেছেন আইসিস জঙ্গিদের হাত থেকে। আর তারপর বলেছেন, সেই অত্যাচারের কথা। তিনি ইরাকের মেয়ে।

Updated By: Jan 2, 2016, 06:18 PM IST
আইসিসি জঙ্গিদের হাত থেকে রেহাই পাওয়া এক মহিলার অভিজ্ঞতা

ওয়েব ডেস্ক: আইসিসদের কাছে যে মহিলারা নির্যাতিত হন, যে মহিলাদের ধর্ষণ করা হয়, যে মহিলাদের যৌনদাসীতে পরিণত করা হয়, তাঁদের কথা শুনেছেন কখনও? আইসিসদের হাতে বন্দি ছিলেন তিনিও। নাম নাদিয়া মুরাদ। বয়স ২১ বছর। অবশেষে বাঁচতে পেরেছেন আইসিস জঙ্গিদের হাত থেকে। আর তারপর বলেছেন, সেই অত্যাচারের কথা। তিনি ইরাকের মেয়ে।
তাঁর সঙ্গে হওয়া অত্যাচারের ঘটনা বর্ণনা করেছেন নাদিয়া। বলেছেন, 'একদিন আমাদের গ্রামে আইসিস জঙ্গিরা এলো। ওরা বাচ্চাদের চোখের সামনেই মেরে ফেলল। বৃদ্ধাদেরও রেহাই দিল না। আর কমবয়সী মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে গেল। যার মধ্যে ছিলাম আমিও। তারপর আমাদের উপর অত্যাচার করা হত অনবরত। খানিক পর পরই এক একজন এসে আমাদের ধর্ষণ করত। এসে বলত, প্রার্থনা করতে। তারপরই ধর্ষণ করত। শুধু একজনকেই নয়। ওরা আমাদের একসঙ্গে বেশ কিছু মেয়েকে নগ্ন করে রাখত এক জায়গায়। তারপর একসঙ্গে এতগুলো মেয়েকে ধর্ষণ করত। চোখের সামনে পশুর থেকেও বর্বর কাজকর্ম দেখতে হত। আমাদের যৌনদাসীতে পরিণত করেছে দিনের পর দিন। কত মেয়েদের যৌনতার জন্য বিক্রি করে দিত।ওরা ইসলামের নাম আর ইমেজ খারাপ করছে দুনিয়ার চোখে।'

.