ব্রিটেনে হামলার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিল আইএস

প্যারিস হামলায় জড়িত জঙ্গিদের ছবি প্রকাশ করে ব্রিটেনে হামলার হুমকি দিল আইএস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে খুনের হুমকিও দিয়েছে তারা। প্যারিসে জঙ্গি হামলার পর আইএস-এর ডেরায় বোমাবর্ষণ শুরু করে ব্রিটেন। রবিবার, আইএস যে ভিডিও প্রকাশ করেছে তার শুরুতেই রয়েছে এই বিমান হানার ছবি। সতেরো মিনিটের ভিডিওয়ে আবদেলহামিদ আবাউদ, বিলাল হাদফি সহ প্যারিস হামলায় যুক্ত নয় জঙ্গির ছবি রয়েছে। আইএস-এর দাবি, হামলার আগে এই ছবিগুলি তোলা হয়। ভিডিওয়ে দেখা গেছে জঙ্গিরা বন্দিদের মুণ্ডচ্ছেদ করছে। ভিডিওর সত্যতা পরীক্ষা করছে ব্রিটেন। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার রাকায় এই নয় জঙ্গির ছবিগুলি তোলা হয়েছে।  

Updated By: Jan 25, 2016, 11:54 PM IST
ব্রিটেনে হামলার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিল আইএস

ওয়েব ডেস্ক: প্যারিস হামলায় জড়িত জঙ্গিদের ছবি প্রকাশ করে ব্রিটেনে হামলার হুমকি দিল আইএস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে খুনের হুমকিও দিয়েছে তারা। প্যারিসে জঙ্গি হামলার পর আইএস-এর ডেরায় বোমাবর্ষণ শুরু করে ব্রিটেন। রবিবার, আইএস যে ভিডিও প্রকাশ করেছে তার শুরুতেই রয়েছে এই বিমান হানার ছবি। সতেরো মিনিটের ভিডিওয়ে আবদেলহামিদ আবাউদ, বিলাল হাদফি সহ প্যারিস হামলায় যুক্ত নয় জঙ্গির ছবি রয়েছে। আইএস-এর দাবি, হামলার আগে এই ছবিগুলি তোলা হয়। ভিডিওয়ে দেখা গেছে জঙ্গিরা বন্দিদের মুণ্ডচ্ছেদ করছে। ভিডিওর সত্যতা পরীক্ষা করছে ব্রিটেন। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার রাকায় এই নয় জঙ্গির ছবিগুলি তোলা হয়েছে।  

.