ইসলাম এক মহান বিশ্বাস, প্রথম বিদেশ সফরে বললেন ট্রাম্প

ইসলাম হল বিশ্বের মহান (ধর্মীয়) বিশ্বাস, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের নেতৃবর্গের সামনে একথাই বললেন ডোনাল্ড জন ট্রাম্প। আর তারপরই তাত্পর্যপূর্ণভাবে দৃঢ় সুরে বলে ওঠেন, "কোনও বিশ্বাসের সঙ্গে যুদ্ধ ঘোষিত হয়নি" বরং আপনারা "ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়ুন"। তবে ট্রাম্পের এদিনের বক্তব্য সাড়া ফেলেছে কূটনৈতিক মহলে। কারণ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট একবারও 'ইসলাম মৌলবাদে'র কথা উল্লেখ করেননি বরং পাশকাটিয়ে গিয়ে কেবল 'ইসলামের চরম পন্থা'র কথাই বলেছেন যা তাঁর এতদিনকার চেনা অবস্থানের সঙ্গে মেলে না।

Updated By: May 22, 2017, 10:46 AM IST
ইসলাম এক মহান বিশ্বাস, প্রথম বিদেশ সফরে বললেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: ইসলাম হল বিশ্বের মহান (ধর্মীয়) বিশ্বাস, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের নেতৃবর্গের সামনে একথাই বললেন ডোনাল্ড জন ট্রাম্প। আর তারপরই তাত্পর্যপূর্ণভাবে দৃঢ় সুরে বলে ওঠেন, "কোনও বিশ্বাসের সঙ্গে যুদ্ধ ঘোষিত হয়নি" বরং আপনারা "ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়ুন"। তবে ট্রাম্পের এদিনের বক্তব্য সাড়া ফেলেছে কূটনৈতিক মহলে। কারণ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট একবারও 'ইসলাম মৌলবাদে'র কথা উল্লেখ করেননি বরং পাশকাটিয়ে গিয়ে কেবল 'ইসলামের চরম পন্থা'র কথাই বলেছেন যা তাঁর এতদিনকার চেনা অবস্থানের সঙ্গে মেলে না।

প্রসঙ্গত, প্রথম বিদেশ সফর হিসাবে ট্রাম্পের সৌদি আরবকে বেছে নেওয়ার মধ্যেও 'গভীর কূটনীতি'র গন্ধ পাচ্ছে আন্তর্জাতীক মহল। ইসলাম সম্পর্কে সদা 'খড়গহস্ত' ট্রাম্প কেন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে 'পবিত্র দেশ' হিসাবে পরিচিত সৌদি আরবকে বেছে নিলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, বর্তমানে প্রশাসক হিসাবে ক্রমশ পোর খাওয়া ট্রাম্প আসলে বুঝতে পেরেছেন যে, ইসলামের প্রতি 'অল আউট' বিরূপ মনোভাব তাঁর পথের কাঁটা হয়ে উঠতে পারে অচিরেই। তাই ভাবমূর্তি পূনরুদ্ধার করতেই এমন পদক্ষেপ।

.