মৃত আইসিস প্রধান আল-বাগদাদি, দাবি রেডিও ইরানের
ওয়েব ডেস্ক: মারা গেছেন আইসিস প্রধান আবু বাকর আল-বাঘদাদি। এমটাই দাবি করল রেডিও ইরান।
অল ইন্ডিয়া রেডিও-এর একটি টুইট থেকে জানা গেছে রেডিও ইরান বাঘদাদির মৃত্যুর কথা ঘোষণা করেছে।
Leader of the #ISIS terrorist group Abu Bakr al-Baghdadi has died: Radio Iran
— All India Radio News (@airnewsalerts) April 27, 2015
গত সপ্তাহে গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, মার্চ মাসে মার্কিনি বোমারু বিমানের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন বাঘদাদি।
আঘাত এতটাই গুরুতর ছিল এরপর থেকে আইসিস-কে চালনা করাও তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।
গত বছরও বাঘদাদির আহত হওয়ার একটি খবর পাওয়া গিয়েছিল। কিন্তু, সেই খবরের নিশ্চিত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
আবু বাকর অল-বাঘদাদির নেতৃত্বে মূলত গতবছর থেকে ইরাক ও সিরিজার বিস্তীর্ণ অঞ্চল দখল করে এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী। দিন দিন বাড়তে থাকে তাদের নৃশংস কর্মকাণ্ড।
বাঘদাদি সাধারণত প্রকাশ্যে খুব কমই এসেছেন। গতবছর জুলাইয়ে একটি মসজিদে দেখা দেন বাঘদাদি। পৃথিবীর সব মুসলিম তাঁর আনুগত্য গ্রহণ করুক। দাবি তোলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র আল-বাঘদাদির মাথার পিছনে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।