Jacky Hunt-Broersma: নতুন করে বাঁচতে কৃত্রিম পা নিয়েও টানা ১০২ দিন দৌড়চ্ছেন!

জ্যাকি হান্ট বলেন, 'অসুস্থ হওয়ার পর আমাকে বলা হয়েছিল, আর কখনোই দৌড়তে পারব না আমি। কিন্তু আমি দৌড় বন্ধ করতে চাইনি। আমি আবার ট্র্যাকে ফিরতে চেয়েছি। বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছি। এই ইচ্ছা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।'

Updated By: May 1, 2022, 06:10 PM IST
Jacky Hunt-Broersma: নতুন করে বাঁচতে কৃত্রিম পা নিয়েও টানা ১০২ দিন দৌড়চ্ছেন!

নিজস্ব প্রতিবেদন: দুরারোগ্য ক্যানসারে এক পা চিরতরে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী জ্যাকি হান্ট-ব্রোয়ের্সমা। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। কৃত্রিম পা নিয়ে রীতিমতো দৌড়ে বেড়াচ্ছেন তিনি। শুধু কি তা-ই! রেকর্ড গড়তে টানা ১০২ দিনে ১০২টি ম্যারাথনে অংশ নিয়েছেন জ্যাকি। এ জন্য বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠেছে তাঁর।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অ্যারিজোনা অঙ্গরাজ্যে জ্যাকি হান্টের বাড়ি। গত বৃহস্পতিবার তাঁর জীবনে ছিল বিশেষ এক দিন। এদিন তিনি ২৬.২ মাইল দৌড়েছেন। এর মধ্য দিয়ে তিনি টানা ১০২ দিন দৌড়নোর চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।

টানা ১০২ দিনে ১০২টি ম্যারাথনে দৌড়ে জ্যাকি অ্যালিসা ক্লার্কের রেকর্ড ভেঙেছেন। ২০২০ সালে ক্লার্ক টানা ৯৫টি ম্যারাথনে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। জ্যাকি হান্টের এই কাজ সহজ ছিল না। ২০০১ সালে দুরারোগ্য ক্যানসারে ভুগে একটি পা হারাতে হয়েছিল তাঁকে। এরপর শরীরে কৃত্রিম পা জুড়ে নেন তিনি। শুরু করেন অনুশীলনও।

এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, 'অসুস্থ হওয়ার পর আমাকে বলা হয়েছিল, আর কখনোই দৌড়তে পারব না আমি। কিন্তু আমি দৌড় বন্ধ করতে চাইনি। আমি আবার ট্র্যাকে ফিরতে চেয়েছি। বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছি। এই ইচ্ছা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।'

আরও পড়ুন: Disasters: ভয়াবহ! বছরে ৬০০ ভয়ঙ্কর দুর্যোগ অপেক্ষা করছে আমাদের জন্য; সভ্যতার শেষ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.