হু হু করে বাড়ছে জলস্তর, ২০৫০-এ তলিয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার রাজধানী

শহরের পরিকাঠামোগত পরিবর্তন এনেও কোনও সুরাহা হচ্ছে না।

Updated By: Aug 18, 2019, 03:24 PM IST
হু হু করে বাড়ছে জলস্তর, ২০৫০-এ তলিয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার রাজধানী

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব উষ্ণায়নের ফলে দ্রুত হারে গলছে দুই মেরুর বরফ। প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রের জলস্তর। বিশেষজ্ঞদের মতে, এর ফলে অদূর ভবিষ্যতে জলের তলায় চলে যেতে পারে সমুদ্রের গা ঘেঁষা বহু দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাঁরা মনে করছেন, ২০৫০-এর মধ্যে জাকার্তা জলের তলায় চলে যেতে পারে। বিজ্ঞানীদের মতে, বছর ত্রিশের মধ্যেই ডুবে যেতে পারে জাকার্তার এক-তৃতীয়াংশ। উপকূলবর্তী সেই অংশেই বাস করেন প্রায় ১ কোটি মানুষ।

আরও পড়ুন-  বাংলাদেশে ৫১ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, মৃত অন্তত ৪০

শহরের পরিকাঠামোগত পরিবর্তন এনেও কোনও সুরাহা হচ্ছে না। এর আগে শহরের রাস্তাঘাট উঁচু করার চেষ্টা করা হয়েছে। জাকার্তায় উপকূল বরাবর  তৈরি করা হয়েছে বিশাল বাঁধও। কিন্তু, সব প্রচেষ্টাই মাটি হয়েছে। জাকার্তাকে বাঁচানোর কোনও উপায় নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এমতাবস্থায় দেশের রাজধানী স্থানান্তর করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের কথা মেনে দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়ার সরকার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোডো টুইটারে ঘোষণা করেন, "আমাদের দেশের রাজধানী বোর্নিও দ্বীপে স্থানান্তরিত করা হবে।"

আরও পড়ুন-  ভিডিয়ো: ভুটানে রাস্তার দু'ধারে দাঁড়িয়ে মোদীকে রাজকীয় অভ্যর্থনা কচিকাঁচাদের

বিষ্ণ উষ্ণায়নের প্রত্যক্ষ প্রভাব যে বেশি দূরে নেই, সেটাই মনে করিয়ে দিচ্ছে জাকার্তার পরিস্থিতি। এই সিদ্ধান্ত যে পৃথিবীর এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত, তা বলাই বাহুল্য। 

.