JuD প্রধান হাফিজ সইদকে ১৫ বছর কারাদণ্ড পাক আদালতের

রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদকে গত বছর ১৭ জুলাই গ্রেফতার করে পাকিস্তান পুলিস। মার্কিন যুক্তরাষ্ট্র সইদের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করেছে।

Updated By: Dec 25, 2020, 12:54 PM IST
JuD প্রধান হাফিজ সইদকে ১৫ বছর কারাদণ্ড পাক আদালতের

নিজস্ব প্রতিবেদন: জঙ্গি সংগঠনকে আর্থিক মদতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে(Hafiz Saeed) ১৫ বছর কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত।

বৃহস্পতিবার লাহরের এক আদালত ওই সাজা ঘোষণা করে। জামাত-উদ-দাওয়া(JuD) প্রধানকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়।

আরও পড়ুন-Left-Congress জোটে সিলমোহর হাইকম্যান্ডের, স্বাগত জানালেন Sujan

এর আগে কয়েকটি মামলায় ইতিমধ্যেই ২১ বছরের কারাদণ্ড হয়েছে সইদের। বৃহস্পতিবারের ওই সাজা যোগ করলে সব মিলিয়ে মোট ৩৬ বছর জেলে থাকতে হবে সইদকে।

উল্লেখ্য, রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদকে গত বছর ১৭ জুলাই গ্রেফতার করে পাকিস্তান পুলিস। মার্কিন যুক্তরাষ্ট্র সইদের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করেছে।

আরও পড়ুন-'১০ বছর হয়ে গেছে, একথা শুনে ঘোড়াও হাসবে', সিঙ্গুর প্রসঙ্গে মমতাকে কটাক্ষ দিলীপের

বর্তমানে লাহোরের(Lahore) কোট লাখপত জেলে রয়েছেন হাফিজ সইদ। সেখানে সইদ রয়েছে ভিআইপির মর্যাদায়। বৃহস্পতিবার সইদের সঙ্গে আরও ৪ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত। এরা হল জামাত উদ দাওয়ার হাফিজ আবদুস সালাম, জাফর ইকবাল, জেডিইউ মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদ ও মহম্মদ আসরফ।

.