হাইওয়ের পাশে তেলের পাইপলাইনে ভয়ঙ্কর আগুন, প্রাণ নিয়ে পালাচ্ছে লোকজন, ভিডিয়ো

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কমপক্ষে ২ ডজন গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। অনেকে ধোঁয়ায় দম আটকে অজ্ঞান হয়ে যান। 

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 15, 2020, 06:46 PM IST
হাইওয়ের পাশে তেলের পাইপলাইনে ভয়ঙ্কর আগুন, প্রাণ নিয়ে পালাচ্ছে লোকজন, ভিডিয়ো
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর নাকের ডগায় ভয়ঙ্কর আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে এক অপরিশোধিত তেলের পাইপ লাইনের ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল বহু গাড়ি। পুড়ে গিয়েছেন অন্ততপক্ষে ১৭ পথচারী।

আরও পড়ুন-ফেসবুককে টেক্কা না দিতে পারলেও মুকেশের জিও-তে বড় ভাগ বসালো গুগল

মঙ্গলবার কায়রোর পাশেই সুকেইর থেকে মস্তোরোদ গামী একটি তেলের পাইপলাইনের লিক হওয়া অংশে আগুন লেগে যায়। একটি ব্যাস্ত হাইওয়ের পাশ দিয়ে গিয়েছে ওই পাইপলাইন। তেলের আগুনের লেলিহান শিখা পাশের একটি ফ্লাইওভার ছুঁয়ে যায়। ব্যাস্ত হাইওয়ে থেকে গাড়ী ফেলে দৌড়তে থাকেন মানুষজন। ঘনঘন বিস্ফোরণের শব্দ শোনা যায় গাড়ি থেকে।

আরও পড়ুন-ফিল্মি কায়দায় ডাকাতি! ১০ বছরের বাচ্চা ৩০ সেকেন্ডে ব্যাঙ্ক থেকে গায়েব করল ১০ লাখ টাকা

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কমপক্ষে ২ ডজন গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। অনেকে ধোঁয়ায় দম আটকে অজ্ঞান হয়ে যান। পাইপলাইনটি লোহিত সাগরের সুকেইর বন্দর থেকে গিয়েছে কায়রোর কাছে মস্তোদোর শোধনাগারে।  কী ভাবে ওই পাইপলাইন লিক হল তা এখনও জানা যায়নি। তবে তা কয়েক ঘণ্টার মধ্যেই মেরামত করে ফেলা হয় বলে জানিয়েছে মিশরের তেলমন্ত্রক।

.