অতিরিক্ত গরমে লিঙ্গ বদল করছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ডরা

অত্যধিক গরম আবহাওয়ার ফলে অদ্ভুত পরিবর্তনের শিকার হচ্ছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ড প্রজাতি। একটি নতুন গবেষনায় দেখা গিয়েছে তাপমাত্রার পারদ চড়ায় লিঙ্গ বদল করছে এই প্রজাতি। ইউনিভার্সিটি অফ ক্যানবেরার এই গবেষনার ফল প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।

Updated By: Jul 8, 2015, 08:34 PM IST
অতিরিক্ত গরমে লিঙ্গ বদল করছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ডরা

ওয়েব ডেস্ক: অত্যধিক গরম আবহাওয়ার ফলে অদ্ভুত পরিবর্তনের শিকার হচ্ছে অস্ট্রেলিয়ার ড্রাগন লিজার্ড প্রজাতি। একটি নতুন গবেষনায় দেখা গিয়েছে তাপমাত্রার পারদ চড়ায় লিঙ্গ বদল করছে এই প্রজাতি। ইউনিভার্সিটি অফ ক্যানবেরার এই গবেষনার ফল প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।

দেখা গিয়েছে পুরুষ লিজার্ডরা ডিম পাড়ছে ও ডিম ফুটিয়ে সন্তানের জন্ম দিচ্ছে। গবেষকরা জানাচ্ছেন লিঙ্গ পরিবর্তন এতই বেশি মাত্রায় হচ্ছে যে মহিলা সেক্স ক্রোমোজোম মাঝে মাঝে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। যদিও, সরীসৃপদের লিঙ্গ কী হবে তা সবসময় ক্রোমোজোমের ওপর নির্ভর করে না। নির্ভর করে জন্মের সময় তাপমাত্রার ওপর। মুখ্য গবেষক ক্লেয়ার হোলেলে জানান, এই প্রথম সরীসৃপদের এই ধরণের লিঙ্গ বদলের প্রমাণ পাওয়া গেল।

গবেষনায় দেখা গিয়েছে মোট ১৩১টি বন্য ড্রাগন লিজার্ডের মধ্যে ১১টি লিজার্ডের শারীরিক গঠন মহিলা লিজার্ডের মতো হলেও তাদের ক্রোমোজোমের গঠন পুরুষ লিজার্ডের মতো। এমনকী, এই ধরণের লিজার্ডদের প্রজনন ক্ষমতাও বেশি। হোলেলের মন্তব্য, বাবারাই এখানে বেশি ভাল মা।

তাপমাত্রা পারদ ৯০ ডিগ্রি ফারেনহাইট ছাড়ালেই এই ধরণের শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। ৯৭ ডিগ্রি ফারেনহাইটে এই পরিবর্তন অনিবার্য।

 

.