দাবানলে বিপর্যস্ত মেক্সিকো, ছাই ৮,০০০ হেক্টর জঙ্গল
একে তীব্র খরা, তার ওপর দাবানলে কার্যত বিধ্বস্ত দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকার। ৩ দিনের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বিপর্যয় মোকাবিলা দফতর। পুড়ে গিয়েছে প্রায় ৮,০০০ হেক্টর জঙ্গল এলাকা।
একে তীব্র খরা, তার ওপর দাবানলে কার্যত বিধ্বস্ত দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকার। ৩ দিনের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বিপর্যয় মোকাবিলা দফতর। পুড়ে গিয়েছে প্রায় ৮,০০০ হেক্টর জঙ্গল এলাকা।
সামনেই গ্রীষ্মকাল। ইতিমধ্যেই ওয়াক্সাকার বিভিন্নপ্রান্ত থেকে আসতে শুরু করেছে জল সঙ্কটের খবর। তার ওপর এই আগুন রীতিমতো চিন্তায় ফেলেছে প্রশাসনকে। কারণ, আগুন নেভাতে প্রতি মুহূর্তে প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণ জলের। ওয়াক্সাকার উপকূল এলাকায় আবার বৃষ্টিপাত কম হওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। তার ওপর জঙ্গলে আগুন লাগার কারণে ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রা।