MH370-- বিপ, বিপ, বিপ। ডাকল ককপিটের ভয়েস রেকর্ডার। এবার খোঁজ মিলবেই, নিশ্চিত উদ্ধারকারী দল

বিন্দুতে বিন্দুতে সিন্ধু খোঁজার অবস্থায় একটা বড় আশার আলো। আরও একবার সাড়া দিল মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০-এর ব্ল্যাকবক্স। অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, আগামিকালই নিখোঁজ MH370 বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। কিন্তু উদ্ধারকারী দল এতটা নিশ্চিত হচ্ছে কী করে!

Updated By: Apr 9, 2014, 02:24 PM IST

(উপরের ছবিটি MH370 বিমানের, Wikipedia)

বিন্দুতে বিন্দুতে সিন্ধু খোঁজার অবস্থায় একটা বড় আশার আলো। আরও একবার সাড়া দিল মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০-এর ব্ল্যাকবক্স। অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, আগামিকালই নিখোঁজ MH370 বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। কিন্তু উদ্ধারকারী দল এতটা নিশ্চিত হচ্ছে কী করে!

বলা হচ্ছে উদ্ধারকারী দলের প্রধান নাকি নিজেই জানিয়েছেন, এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এমনকী সেটা খালি চোখে নাকি ধরাও পড়ছে। তবে মহাসাগরের স্রোত বেশি থাকায় ক্রমশ নাকি সেটা দূরে সরে যাচ্ছে। আগামিকালের মধ্যেই সেই ধ্বংসাবশেষ উদ্ধার করা যাবে। এমন কথা যদি সত্যি হয় তাহলে নিখোঁজ হওয়ার পর এমএইচ ৩৭০ বিমানের প্রথমবার দেখা মিলবে, হোক না সেটা ধ্বংসাবশেষ।

অস্ট্রেলিয়ান নৌবাহিনীর সমুদ্র রক্ষক (OCEAN SHIELD) গত শনিবার প্রথম কিছু শব্দের সন্ধান পায়। ঠিক তারপরের দিন সেই শব্দগুলির আওয়াজ আর পাওয়া যায়নি। মঙ্গলবার ফের একইরকম শব্দ সনাক্ত করে সমুদ্র রক্ষক। হাউসটন জানিয়েছেন, এই শব্দগুলি ককপিটের ভয়েস রেকর্ডার ও ব্ল্যাক বক্স থেকে আসতে পারে। তিনি আরও জানান, তাদের নৌসেনা ধ্বংসাবশেষের খুব কাছাকাছি রয়েছে। যদিও তারা এখনও পর্যন্ত সঠিক জায়গা শনাক্ত করতে পারেনি। কিন্তু ধ্বংসাবশেষের উপযুক্ত প্রমাণ (ছবি) ছাড়া খোঁজার হাল ছাড়বেন না।

তবে এটা যদি আশার খবর হয় তাহলে খারাপ খবরও একটা থাকছে। বিশেষজ্ঞরা বলেন, বিমানের ব্ল্যাকবক্স ৩০ দিন পর্যন্ত কাজ করে। সেই সময়সীমা আজই শেষ হতে। তার মানে খোঁজ পাওয়া গেলেও ব্ল্যাক বক্স থেকে আর কোনও তথ্য পাওয়া যাবে না। আর সেক্ষেত্রে এমএইচ ৩৭০ বিমান নিখোঁজের ঘটনার প্রকৃত সত্য আড়ালেই থেকে যাবে। রয়ে যাবে শুধু জল্পনা আর ইতিউতি সত্যের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা।

সকালের খবর-- ভারত মহাসাগরে অতলে একটি রোবট যান পাঠানো হয়। খোঁজ মিলছে কিছু অস্পষ্ট সিগনালের। তবে এখনও পর্যন্ত কোনও ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ান অফিসার অঙ্গুস হাউসটন জানিয়েছেন তারা এখনও আশা ছাড়েননি। তারা সমুদ্রের উপরিতল থেকে ৪,৫০০ মিটার গভীরে দুটো শব্দের ইঙ্গিত পেয়েছে। খুব তাড়াতাডি় ধ্বংসাবশেষের সন্ধান পাবেন বলে আশা করছেন।

.