অপহৃত সেনা মৃত বলে দাবি ইজরায়েলের, গাজা আক্রমণ চলবেই বলে ঘোষণা

প্যালেস্তাইনে 'অপহৃত' সেনা হাদার গলডিন মারা গিয়েছে বলে জানিয়ে দিল ইজরায়েল। ওই সেনাকে খুঁজে পেতে গাজায় ভয়ানক আক্রমণ শুরু করে ইজরায়েল। দক্ষিণ গাজায় অভিযানের সময় ওই ইজরায়েলি সেনাকে প্যালেস্তাইন আটকে রেখেছে বলে অভিযোগ আনা হয়েছিল।  আজ, রবিবার সকালে গাজার ওপর আক্রমণ হেনেছে ইজরায়েলে।

Updated By: Aug 3, 2014, 11:36 AM IST
অপহৃত সেনা মৃত বলে দাবি ইজরায়েলের, গাজা আক্রমণ চলবেই বলে ঘোষণা

ওয়েব ডেস্ক: প্যালেস্তাইনে 'অপহৃত' সেনা হাদার গলডিন মারা গিয়েছে বলে জানিয়ে দিল ইজরায়েল। ওই সেনাকে খুঁজে পেতে গাজায় ভয়ানক আক্রমণ শুরু করে ইজরায়েল। দক্ষিণ গাজায় অভিযানের সময় ওই ইজরায়েলি সেনাকে প্যালেস্তাইন আটকে রেখেছে বলে অভিযোগ আনা হয়েছিল।  আজ, রবিবার সকালে গাজার ওপর আক্রমণ হেনেছে ইজরায়েলে।

এদিকে, গাজার ওপর আক্রমণ চলবেই। গতকাল আবারও একথা জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রকাশ্য সভায় তিনি বলেন, যতদিন প্রয়োজন, ততদিন চলবে অভিযান। আর তারজন্য যত সেনা পাঠানোর প্রয়োজন তা পাঠিয়ে যাবে ইজরায়েল।

গাজা ভূখণ্ডে হামলায় এখনও পর্যন্ত ১৬০০-ও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

.