সুপার টাইফুন 'ভঙফঙ' ধেয়ে আসছে জাপানে

ভারতের পূর্ব উপকূলে  ধেয়ে আসছে 'হুদহুদ'। অন্যদিকে আরও শক্তিশালী হচ্ছে সুপার টাইফুন 'ভঙফঙ' জাপানের সমুদ্রতীরবর্তী উপকূলে।  পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্টি ঘূর্ণবর্ত বৃহস্পতিবার সকালে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

Updated By: Oct 9, 2014, 12:51 PM IST
সুপার টাইফুন 'ভঙফঙ' ধেয়ে আসছে জাপানে
Super Typhoon Vongfong as seen from the VIIRS instrument aboard a NASA satellite. Image: NASA/NOAA/CIRA/RAMMB via Dan Lindsey

ওয়েব ডেস্ক: ভারতের পূর্ব উপকূলে  ধেয়ে আসছে 'হুদহুদ'। অন্যদিকে আরও শক্তিশালী হচ্ছে সুপার টাইফুন 'ভঙফঙ' জাপানের সমুদ্রতীরবর্তী উপকূলে।  পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্টি ঘূর্ণবর্ত বৃহস্পতিবার সকালে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

মার্কিন মেলিটারির জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (JTWC)  তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩৬ ঘন্টার মধ্যে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে 'ভঙফঙ' ধেয়ে আসবে। ঘন্টা ১৬৫ থেকে ১৫০ কিলোমিটার গতি স্থায়ী থাকতে পরে। জাপান সরকার সতর্কবার্তা জারি করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি 'ভঙফঙ' স্থায়ী থাকে, তাহলে জাপান সুনামির মতো আরও একবার আকাশছোঁয়া জলোচ্ছ্বাস দেখবে।

.