কোমার মধ্যেই সন্তানের জন্ম, মুখ দেখলেন ৪ মাস পর!

ভাইপো বলে প্রথমে ভুল করেছিলেন। তারপর বাড়ির লোকেরা বুঝিয়ে বলতেই ভুল ভাঙল। বুঝতে পারলেন, তিনি 'মা' হয়েছেন। জন্মের ৪ মাস পর 'ছেলে'র মুখ দেখল মা।

Updated By: Apr 22, 2017, 07:19 PM IST
কোমার মধ্যেই সন্তানের জন্ম, মুখ দেখলেন ৪ মাস পর!

ওয়েব ডেস্ক : ভাইপো বলে প্রথমে ভুল করেছিলেন। তারপর বাড়ির লোকেরা বুঝিয়ে বলতেই ভুল ভাঙল। বুঝতে পারলেন, তিনি 'মা' হয়েছেন। জন্মের ৪ মাস পর 'ছেলে'র মুখ দেখল মা।
 
পেশায় পুলিশ অফিসার আর্জেন্টিনার অ্যামেলিয়া বান্নান। ৩৪ বছরের এই পুলিশ অফিসার গতবছর নভেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার শিকার হন। তখন তিনি গর্ভবতী। দুর্ঘটনায় গুরুতর চোট পান অ্যামেলিয়া। কোমায় চলে যান তিনি। কিন্তু তাঁর গর্ভবস্থা কোমার মধ্যেও পরিণতি পেতে থাকে। এরপর খ্রিস্টমাসের আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন অ্যামেলিয়া। কিন্তু ছেলে স্যানিটোর জন্মের কথা সেই অবস্থায় কোনওভাবেই বোঝা সম্ভব ছিল না অ্যামেলিয়ার পক্ষে।

এরপর ২০১৭-র শুরু থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন অ্যামেলিয়া। হাল্কা জ্ঞানও মাঝে মাঝে ফেরে তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পূর্ণ জ্ঞান ফেরে অ্যামেলিয়ার। তখনই ছেলেকে প্রথম দেখেন অ্যামেলিয়া।

আরও পড়ুন, মূত্র পান! ঋণ মকুবের দাবিতে অভিনব প্রতিবাদ তামিলনাড়ুর কৃষকের

.