আফগান সেনাঘাঁটিতে তালিবান হামলা, ৫০ জনেরও বেশি জওয়ানের মৃত্যু

আফগান সেনাঘাঁটিতে তালিবান হামলা। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ৫০ জনেরও বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই হামলায়। জখম অন্তত ৭৩ জন। আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে সেনার পোশাক পরে অতর্কিত হামলা চালায় তালিবান জঙ্গিরা। মাজারি শরিফের কাছে সেনাঘাঁটিতে আচমকাই ঢুকে পড়ে তারা।

Updated By: Apr 22, 2017, 09:52 AM IST
আফগান সেনাঘাঁটিতে তালিবান হামলা, ৫০ জনেরও বেশি জওয়ানের মৃত্যু

ওয়েব ডেস্ক: আফগান সেনাঘাঁটিতে তালিবান হামলা। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ৫০ জনেরও বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই হামলায়। জখম অন্তত ৭৩ জন। আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে সেনার পোশাক পরে অতর্কিত হামলা চালায় তালিবান জঙ্গিরা। মাজারি শরিফের কাছে সেনাঘাঁটিতে আচমকাই ঢুকে পড়ে তারা।

আরও পড়ুন সিলেটের পর এবার ঝিনাইদহ, কয়েক সপ্তাহের মধ্যে ফের জঙ্গি জালে বিদ্ধ বাংলাদেশ

আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। চলে গুলির লড়াই। সেনার পাল্টা গুলিতে ৯ জন জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর। ন্যাটো সূত্রে খবর,  আফগান সেনারা যখন প্রার্থনা করছিলেন তখনই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।

আরও পড়ুন  এক নজরে দেখে নেওয়া যাক ফ্রান্সে কবে কোথায় কী কী হামলা হয়েছে

.