নেপালে ভূমিকম্পের জেরে উচ্চতা কমল মাউন্ট এভারেস্টের!
নেপালের ভূমিকম্পের ধাক্কায় কি মাউন্ট এভারেস্টের উচ্চতাও কমে গেল? ভূমিকম্পের পর স্যাটেলাইট তথ্য দেখে এমনটাই মনে করছেন অনেক ভূ-বিজ্ঞানী। তাদের মতে, ভূমিকম্পের ফলে বিশ্বের উচ্চতম শৃঙ্গটি অন্তত এক ইঞ্চি নীচু হয়ে গিয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডু উল্টে আরও এক মিটার উঁচু হয়ে গিয়েছে। কেপে উঠেছে হিমালয়। ভূমিকম্পের তীব্রতায় মৃত্যু মিছিল পাহাড়ের দেশে।
ব্যুরো: নেপালের ভূমিকম্পের ধাক্কায় কি মাউন্ট এভারেস্টের উচ্চতাও কমে গেল? ভূমিকম্পের পর স্যাটেলাইট তথ্য দেখে এমনটাই মনে করছেন অনেক ভূ-বিজ্ঞানী। তাদের মতে, ভূমিকম্পের ফলে বিশ্বের উচ্চতম শৃঙ্গটি অন্তত এক ইঞ্চি নীচু হয়ে গিয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডু উল্টে আরও এক মিটার উঁচু হয়ে গিয়েছে। কেপে উঠেছে হিমালয়। ভূমিকম্পের তীব্রতায় মৃত্যু মিছিল পাহাড়ের দেশে।
তবে শুধু মানুষ আর ঘরবাড়িই নয়, ভূমিকম্প রেয়াত করেনি বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় চূড়া মাউন্ট এভারেস্টকেও।
ভূমিকম্পের পর হিমালয়ের ভূপ্রকৃতি ক্ষতিয়ে দেখতে গিয়ে এমন ধারণাই বদ্ধমূল ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের। ইউরোপের সেন্টিনেল লা স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের উচ্চতা এক ইঞ্চি কমে গিয়েছে। হঠাত্ করে উচ্চতা কমার কারণেই বেসক্যাম্পে ভয়াবহ তুষারধ্বস নেমেছিল বলে ওই বিজ্ঞানীদের অনুমান।
মাউন্ট এভারেস্ট নীচু হলেও উঁচু হয়েছে কাঠমান্ডু। ইউরোপিয়ান স্যাটেলাইটের হিসেব বলছে, কাঠমান্ডু ও আশেপাশে একশো কুড়ি কিলোমিটার বাই পঞ্চাশ কিলোমিটার এলাকা এক মিটার উঁচু হয়ে গিয়েছে এই ভূমিকম্পের জেরে।