লিউকোমিয়া আক্রান্ত মেয়ের জন্মদিন ভেসতে যাচ্ছিল ,অনলাইনে পালন করে মেয়ের মুখে হাসি ফোটালেন মা
ভিডিয়ো কন্ফারেনসের মাধ্যমেই মেয়ের জন্মদিন পালন করলেন মা। ভিডিয়ো কলেই ফিরিয়ে আলেন কচিকাচাদের উৎপাত। অনলাইনেই সকলকে নিয়ে মজা করে একসঙ্গে ম্যাজিক শো দেখলেন মা ও ৮ বছরের ফুটফুটে মেয়ে।
নিজস্ব প্রতিবেদন: এমনিতেই কঠিন রোগে আক্রান্ত মেয়ে, তার উপর করোনার থাবা। ভেসতে যাচ্ছিল মেয়ের অষ্টম জন্মদিনের উৎসব। সুকৌশলে অনলাইনেই পালন করলেন মা। যা দেখে মাকে বাহবার জোয়ারে ভাসিয়েছেন নেটিজেনরা। প্রতিবছর ঘটা করে মেয়ের জন্মদিন পালন করেনা মা। কিন্তু এবার ব্যতিক্রম। লকডাউনের জেরে বন্ধ জমায়েত। তাই মেয়ের মন খারাপ, মেয়েকে খুশি করতেই অভিনব পথ বেছে নিলেন মা।
গত বছর জানুয়ারি মাসে ৮ বছরের মেয়ে মাইয়া ব্লুর শরীরে লিউকোমিয়া ধরা পড়ে। যার জন্য ছোট্ট মেয়ের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম। তাই চিকিৎসকদের পরামর্শে বিশ্বব্যপী এই মারণ ভাইরাস সংক্রমণের জেরে দুই মেয়েকে নিয়ে ইউকের বাড়িতে আইসোলেশনে রয়েছেন বছর চুয়াল্লিশের তানিয়া ব্লু। তিন মাস পর্যন্ত মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোতে বারন করেছেন চিকিৎসকরা। আর এই লকডাউনের মধ্যেই ছিল মেয়ের জন্মদিন। তাই ২ এপ্রিল ভিডিয়ো কন্ফারেনসের মাধ্যমেই মেয়ের জন্মদিন পালন করলেন মা। ভিডিয়ো কলেই ফিরিয়ে আলেন কচিকাচাদের উৎপাত। অনলাইনেই সকলকে নিয়ে মজা করে একসঙ্গে ম্যাজিক শো দেখলেন মা ও ৮ বছরের ফুটফুটে মেয়ে।
আরও পড়ুন:করোনার খবর প্রকাশ করেছিলেন! দুমাস ধরে নিখোঁজ এক সাংবাদিকের খোঁজ মিলল
যতই ঝড় আসুক মায়ের মন তো চায় তাঁর সন্তানের মুখে হাসি ফোটাতে। তাই নিজের ইচ্ছাশক্তির জোরে ধুমধাম করে পালন করলেন মেয়ের জন্মদিন। মেয়েও হাসিমুখে "হ্যাপি বার্থ ডে" লেখার সামনে গিয়ে ছবি তুললো। আর এই অভিনব প্রয়াস নেটদুনিয়ায় ভাইরাল। এর আগেও লকডাইনের জেরে অনলাইনে বিয়ের মতোও ঘটনা ঘটেছে। কিন্তু মাতৃত্বের এই মায়ার বহি:প্রকাশ ঠিক যেন অতুলনীয়।