মোদী সাক্ষাতে আগ্রহী ন্যান্সি পাওয়েল

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। লোকসভা নির্বাচনে ক্রমশ বাড়ছে মোদীর জয়ের সম্ভাবনা। তাই অস্ট্রেলিয়ার পর এবার মোদীর সাক্ষাতে আগ্রহী হল মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দিন ঠিক হয়নি বৈঠকের, তবে খুব তাড়াতাড়িই দুজনে সাক্ষাতে বসতে চলেছেন বলে জানিয়েছেন গুজরাট সরকারের এক মুখপাত্র। এই মাসের মধ্যেই একসঙ্গে বসতে চলেছেন বলে জানা গিয়েছে।

Updated By: Feb 11, 2014, 11:27 AM IST

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। লোকসভা নির্বাচনে ক্রমশ বাড়ছে মোদীর জয়ের সম্ভাবনা। তাই অস্ট্রেলিয়ার পর এবার মোদীর সাক্ষাতে আগ্রহী হল মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দিন ঠিক হয়নি বৈঠকের, তবে খুব তাড়াতাড়িই দুজনে সাক্ষাতে বসতে চলেছেন বলে জানিয়েছেন গুজরাট সরকারের এক মুখপাত্র। এই মাসের মধ্যেই একসঙ্গে বসতে চলেছেন বলে জানা গিয়েছে।

মখপাত্র জানান, গত নভেম্বর মাসে ভারত-মার্কিন সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে যে বাণিজ্যক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে এই বৈঠক হতে চলেছে। মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি-র মার্কিন সভাপতি চন্দ্রকান্ত পটেল। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাষ্ট্রসচিব জন কেরির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। মোদী ভারতের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা। ভারতের সব আদালত যখন তাঁকে ক্লিনচিট দিয়েছে, তখন তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার কোনও কারণ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।

২০০২ সালে গুজরাত দাঙ্গায় অভিযু্ক্ত হওয়ার পর ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভিসা বাতিল করা হয় মোদীর। পাওয়েলের সঙ্গে বৈঠক মোদীর মার্কিন ভিসা পাওয়ার সঙ্কেত হিসেবে দেখছেন অনেকেই।

.