বাহারিনের ২০০ বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরে আজ মোদী, যোগ দেবেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে

মোদীকে বাহারিনের কিং হামাদ অর্ডার অব রেনেসাঁ দিয়ে সম্মান জানিয়েছে বাহারিন সরকার

Updated By: Aug 25, 2019, 11:21 AM IST
বাহারিনের ২০০ বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরে আজ মোদী, যোগ দেবেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদন: জি ৭ শীর্ষ বৈঠকে যোগ দিতে রওনা হওয়ার আগে আজ রবিবার বাহারিনের শ্রীনাথজি মন্দিরের জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাহারিনের মানামার ওই মন্দিরের সংস্কারেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রায় দুশো বছর আগে বাহারিনে তৈরি কার হয় মন্দিরটি। ১৮১৭ সালে ওই মন্দিরটি নির্মাণ করেন পঞ্জাবের সিন্ধ প্রদেশ থেকে সেখানে যাওয়া থাটাই হিন্দুরা।

আরও পড়ুন-ভাইয়ের সামনেই পরপর গুলি, মধ্যরাতে বরাকরে খুন তৃণমূল নেতা

শনিবারই বাহারিনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি এক অনুষ্ঠানে বলেন, গুজরাটের সঙ্গে বাহারিনের সম্পর্ক অনেক পুরনো। আগামিকাল সেখানে গিয়ে আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করব। মন্দিরের সংস্কারের কাজেরও সূচনা করব। আপনাদের বিশ্বাস ও বাহারিনের বহুজাতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির।

শনিবার আমিরশাহিতে রুপে কার্ডের সূচনা করেন প্রধানমন্ত্রী। সেই কার্ড ব্যবহার করে তিনি সেখান থেকে লাড্ডু কেনেন। সেটি আজ তিনি প্রসাদ হিসেবে দেবেন শ্রীনাথজি মন্দিরে।

আরও পড়ুন-আজ অরুণ জেটলির শেষকৃত্য! রাজধানীতে ভিভিআইপিদের ঢল

এদিনই মোদীকে বাহারিনের কিং হামাদ অর্ডার অব রেনেসাঁ দিয়ে সম্মান জানায় বাহারিন সরকার। তাঁর হাতে ওই সম্মান তুলে দেন রাজা হামাদ বিন ইশা আল খালিফা।

.