টিন এজারদের মন জয় করতে বাজারে এল আই ফোনের দুই নয়া অবতার

আকর্ষণ কমছিল ক্রেতাদের কাছে। কালো-সাদা অবতার আর মন কাড়তে পারছিল না টিন এজারদের। অভিযোগ ছিল দাম নিয়েও। সবমিলিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে এঁটে উঠতে পারছিল না আইফোন। বিশেষত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার চিনে গো হারা হারতে হচ্ছিল স্টিভ জোবসের মানসপুত্রকে। কিন্তু আর নয়। নয়া অবতার আই ফোন ফাইভ এস ও ফাইভ সি-কে হাতিয়ার করে চিন ও ভারতের বাজার দখলের লড়াইয়ে নামছে অ্যাপল।

Updated By: Sep 11, 2013, 06:42 PM IST

আকর্ষণ কমছিল ক্রেতাদের কাছে। কালো-সাদা অবতার আর মন কাড়তে পারছিল না টিন এজারদের। অভিযোগ ছিল দাম নিয়েও। সবমিলিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে এঁটে উঠতে পারছিল না আইফোন। বিশেষত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার চিনে গো হারা হারতে হচ্ছিল স্টিভ জোবসের মানসপুত্রকে। কিন্তু আর নয়। নয়া অবতার আই ফোন ফাইভ এস ও ফাইভ সি-কে হাতিয়ার করে চিন ও ভারতের বাজার দখলের লড়াইয়ে নামছে অ্যাপল।
নতুন দুই মডেলে বেশ কিছু চমক রাখছে অ্যাপল। এই প্রথম আইফোন মিলবে রকমারি রংয়ে। দামী মডেল ফাইভ এস পাওয়া যাবে ধূসর, সোনালি ও রূপোলি রংয়ে। নীল,সবুজ, গোলাপি, হলুদ ও সাদা রং মিলবে অপেক্ষাকৃত কমদামী মডেল ফাইভ সি। প্লাস্টিক বডি, রং ছাড়াও নতুন দুই অবতারেই থাকছে বেশকিছু নয়া চমক।
এই প্রথম ব্যবহার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, শুধু আঙুলের ছোঁয়াতেই খুলে যাবে ফোনের লক ক্যামেরাও আগের থেকে অনেক উন্নত। ফ্ল্যাসেও থাকছে চমক। ব্যবহৃত ব্যাটারিও আগের থেকে অনেক উন্নত।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার পর বুধবার বেজিংয়ে আইফোনের নয়া দুই অবতারের ওপর থেকে পর্দা উঠল। কিন্তু, প্রথম দর্শনে ক্রেতা ও বিশেষজ্ঞদের মন কাড়তে পারল না আইফোন ফাইভের দুই মডেল।

.