আতঙ্ক কাটিয়ে দেশে ফিরলেন ব্রাসেলস বিস্ফোরণের সেই ‘মুখ’

ব্রাসেলসের সেই ভয়াবহ বিস্ফোরণের কথা মনে আছে? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দরে গত ২২ মার্চ পর পর জঙ্গিহানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল রক্তাক্ত এক মহিলার মুখ। পরে জানা গিয়েছিল ওই মহিলার নাম নিধি চাপহেকর। এবং তিনি ভারতীয়।

Updated By: May 7, 2016, 11:35 AM IST
আতঙ্ক কাটিয়ে দেশে ফিরলেন ব্রাসেলস বিস্ফোরণের সেই ‘মুখ’

ওয়েব ডেস্ক: ব্রাসেলসের সেই ভয়াবহ বিস্ফোরণের কথা মনে আছে? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দরে গত ২২ মার্চ পর পর জঙ্গিহানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল রক্তাক্ত এক মহিলার মুখ। পরে জানা গিয়েছিল ওই মহিলার নাম নিধি চাপহেকর। এবং তিনি ভারতীয়।

ব্রাসেলসের জঙ্গিহানার পর তিনি এতদিন বেলজিয়ামের হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন। আজ ভোরে তিনি দেশে ফিরেছেন। চিকিত্সকেরা জানিয়েছেন যে, আগের থেকে সুস্থ তিনি। তবে এখনও কিছুদিন হাসপাতালে চিকিত্সকদের নজরে থাকতে হবে তাঁকে। তাঁর স্বামী রুপেশ চাপহেকর জানিয়েছেন যে, মানসিক দিক থেকে নিধি এখন অনেকটাই সুস্থ। তবে শারীরিক দিক থেকে তিনি এনও খুব দুর্বল। সম্পূ্র্ণ সেরে উঠতে তাঁর এখনও কিছুটা সময় লাগবে।

.