Barishal Goats Sent to Jail: এক বছর জেল খেটে ঘরে ফিরল ৯ ছাগল, কারণ জানলে তাজ্জব হবেন

Barishal Goats Sent to Jail: ভারতেও এমন ঘটনা ঘটছে। ২০১৭ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের জালাউন জেলা প্রশাসন ৮টি গাধাকে গ্রেফতার করে

Updated By: Nov 27, 2023, 06:03 PM IST
Barishal Goats Sent to Jail: এক বছর জেল খেটে ঘরে ফিরল ৯ ছাগল, কারণ জানলে তাজ্জব হবেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুনতে আশ্চর্য লাগলেও সত্যি। টানা এক বছর জেলে খেটে শেষপর্যন্ত মালিকের কাছে ফিরল ৯ ছাগল। কেন এমন শাস্তি? এমন আজব ঘটনা ঘটেছে বাংলাদেশের বরিশালে। শুক্রবার ওই ৯ ছাগলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বরিশাল সিটি কর্পোরশনের(বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লা। প্রায় ১ বছর ওইসব ছাগলকে আটকে রাখা হয়েছিল সিসিসির খোঁয়াড়ে।

আরও পড়ুন-উপর থেকে খোঁড়া হল ৩৭ মিটার গর্ত; তৈরি র‌্যাট মাইনার্স, উদ্ধারকাজে বাধা হতে পারে আবহাওয়া!

কেন এমন শাস্তি? কী অপরাধ করেছিল ওইসব উন্নত প্রজাতির ছাগলরা? সিসিসি সূত্রে খবর, গত বছর গুরুতর এক 'অপরাধ' করে ফেলে ওইসব ছাগলরা। তারা বরিশাল সিটির কবরস্থানে ঢুকে সেখানকার ঘাস ও গাছপালা খেয়ে ফেলে। সেই অপরাধেই ওইসব ছাগলদের ১ বছর জেলে(খোঁয়াড়ে) রাখার নির্দেশ দেন শহরের তত্কালীন মেয়র। সম্প্রতি ওইসব ছাগলের মালির শাহরিয়া রাজিব তাঁর ছাগলগুলিকে ছেড়ে দেওয়ার আবেদন করেন মেয়রের কাছে। সেই আবেদনে মন গলেছে মেয়রের। তিনি ওই ৯ উন্নত প্রজাতির ছাগল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। শেষপর্যন্ত ছাগলগুলিতে তুলে দেওয়া রাজিবের হাতে।

ছাগলগুলিকে রাজিবের হাতে তুলে দেওয়ার সময়ে ছবি তুলে রাখে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। বাংলাদেশের এই ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। ভারতেও এমন ঘটনা ঘটছে। ২০১৭ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের জালাউন জেলা প্রশাসন ৮টি গাধাকে গ্রেফতার করে। তাদের অপরাধ তারা উরাই জেলের বাইরে প্রায় ৫ লাখ টাকা গাছপালা খেয়ে ফেলেছিল। টানা ৪ দিন জেলে আটক থাকার পর তাদের জেলে থেকে মুক্তি দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.