নাইজেরিয়ায় গাড়িবোমায় নিহত ৩৮

গাড়িবোমা বিস্ফোরণে নাইজেরিয়ায় মৃত্যু হল কমপক্ষে ৩৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৫০ হতে পারে বলে আশঙ্কা। উত্তর নাইজেরিয়ার কাদুনা শহরের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণ হয়। স্থানীয় একটি চার্চের দিকে আত্মঘাতী গাড়িটিকে যেতে দেখে আটকান পুলিসকর্তারা।

Updated By: Apr 9, 2012, 04:35 PM IST

গাড়িবোমা বিস্ফোরণে নাইজেরিয়ায় মৃত্যু হল কমপক্ষে ৩৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৫০ হতে পারে বলে আশঙ্কা। উত্তর নাইজেরিয়ার কাদুনা শহরের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণ হয়। স্থানীয় একটি চার্চের দিকে আত্মঘাতী গাড়িটিকে যেতে দেখে আটকান পুলিসকর্তারা। এরপরই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। এর জেরে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর। আত্মঘাতী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিসের সন্দেহ। এই এলাকায় বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে আগেই হুমকি দিয়েছিল এই জঙ্গিগোষ্ঠী। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। 

.