Bangladesh: হতাশ বাংলাদেশ ০! এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ে ভারতের ৪০, পাকিস্তানের ১২
কিন্তু এই বছর এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নেই কোনওটারই। অন্যদিকে ভারতের ৪০ এবং পাকিস্তানের ১২ বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে। এশিয়া মহাদেশের মোট ৩১ দেশের ৭৩৯ বিশ্ববিদ্যালয় নিয়ে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান ৫০০তম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা পৃথিবীতে নয়, এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান পায়নি বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।
কিন্তু এই বছর এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নেই কোনওটারই। অন্যদিকে ভারতের ৪০ এবং পাকিস্তানের ১২ বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে। এশিয়া মহাদেশের মোট ৩১ দেশের ৭৩৯ বিশ্ববিদ্যালয় নিয়ে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান ৫০০তম।
জানা গিয়েছে, ব্রিটেনের টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’-এর র্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: India in UN | Palestine: হঠাৎ ভোল বদল! রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্টাইনের সদস্যপদের সমর্থনে মুখ খুলল ভারত
টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় না থাকলেও তালিকায় ৩০১-৩৫০ এর মধ্যে নাম রয়েছে এবং দেশে সেরা হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এরপর ৩৫১-৪০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ৪০১-৫০০ এর মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: Google Outage: হঠাৎই কাজ করছে না গুগল সার্চ! আপনিও কি আছেন সেই তালিকায়?
তালিকায় দেশের আরও ১২ বিশ্ববিদ্যালয় জায়গায় পেলেও তাদের র্যাঙ্ক জানানো হয়নি। এই বিশ্ববিদ্যালয়গুলি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই স্থানে রয়েছে যথাক্রমে চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও পিকিং বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সেরা দশের মধ্যে চিনের ৫, সিঙ্গাপুর ও হংকংয়ের ২ এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় জায়গায় পেয়েছে।
এই তালিকায় ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি স্থান পেয়েছে তাঁর মধ্যে সেরা পাঁচটি হল, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, আন্না ইউনিভার্সিটি, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় (কেরালা), জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, সুলিনি ইউনিভারসিটি অফ বায়টেকনলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়ন্সেস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)