এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকি পালিত হল মার্কিন মুলুকে
রক অ্যান্ড রোলের জাদুকর এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকিতে গ্রেসল্যান্ডের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর স্ত্রী প্রিসকিলা ও কন্যা লিজা মারি প্রিসলে। এলভিস প্রিসলে এন্টারপ্রাইজের মতে পঁয়ত্রিশ বছরে এই প্রথমবার প্রকাশ্যে তারকার স্মৃতিতে প্রার্থনা করলেন তাঁর কন্যা। ফলে এলভিসকে স্মরণ করতে গ্রেসল্যান্ডে আসা কয়েক হাজার ভক্ত তাঁদের দু`জনকে একত্রে দেখে অবাকই হয়েছিলেন। উনিশশো সাতাত্তর সালের ষোলোই অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র বেয়াল্লিশ বছর বয়সে নিজের বাড়িতে মারা যান এলভিস প্রিসলে। তাঁর মৃত্যুর তিন দশক পরেও যে জনপ্রিয়তার কোনও ভাটা পড়েনি, সেটা আবারও প্রমাণ হল মার্কিন মুলুকে।
রক অ্যান্ড রোলের জাদুকর এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকিতে গ্রেসল্যান্ডের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর স্ত্রী প্রিসকিলা ও কন্যা লিজা মারি প্রিসলে। এলভিস প্রিসলে এন্টারপ্রাইজের মতে পঁয়ত্রিশ বছরে এই প্রথমবার প্রকাশ্যে তারকার স্মৃতিতে প্রার্থনা করলেন তাঁর কন্যা। ফলে এলভিসকে স্মরণ করতে গ্রেসল্যান্ডে আসা কয়েক হাজার ভক্ত তাঁদের দু`জনকে একত্রে দেখে অবাকই হয়েছিলেন। উনিশশো সাতাত্তর সালের ষোলোই অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র বেয়াল্লিশ বছর বয়সে নিজের বাড়িতে মারা যান এলভিস প্রিসলে। তাঁর মৃত্যুর তিন দশক পরেও যে জনপ্রিয়তার কোনও ভাটা পড়েনি, সেটা আবারও প্রমাণ হল মার্কিন মুলুকে।
শুধু গ্রেসল্যান্ড নয়। কিংবদন্তী রকস্টারের প্রয়াণ দিবস পালিত হল সেদেশের বিভিন্ন প্রান্তে। টেনিসি, মেরিল্যান্ড, নিউইয়র্ক সর্বত্রই এলভিস প্রিসলের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ভক্তেরা।