প্রয়াত বোফর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত ওত্তাভিও কোয়াত্রাচ্চি

মারা গেলেন বোফর্স কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত ওত্তাভিও কোয়াত্রোচ্চি। বয়স হয়েছিল ৭২। শুক্রবার ইতালির মিলানে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মত্যু হয়।

Updated By: Jul 13, 2013, 11:05 PM IST

মারা গেলেন বোফর্স কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত ওত্তাভিও কোয়াত্রোচ্চি। বয়স হয়েছিল ৭২। শুক্রবার ইতালির মিলানে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মত্যু হয়।
তাঁকে দুবার দুয়েক ভারতে ফেরানোর ব্যর্থ চেষ্টা চালিয়েছিল সিবিআই। প্রথমবার ২০০২ সালে মালয়েশিয়া থেকে প্রত্যর্পণের চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয় বার ২০০৭ সালে আর্জেন্তিনা থেকেও প্রত্যর্পণের চেষ্টা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। কিন্তু সে বারও মুখ পোড়ে সিবিআইয়ের। বোফর্স কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর ১৯৯৩ সালে ভারত থেকে পালিয়ে যান কোয়াত্রোচ্চি। ২০১১ সালে মার্চে দিল্লির একটি আদালত তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা শুরু করার নির্দেশ দেয় সিবিআইকে। এরপর কংগ্রেসের বিরুদ্ধে বারবার তদন্ত প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
সিবিআইয়ের প্রত্যর্পণের ব্যর্থ চেষ্টাও অনেকটা তারই ফল বলে অভিযোগ বিরোধী শিবিরের। কোয়াত্রোচ্চির মৃত্যুতে বোফর্স মামলার তদন্ত যে এ বার প্রায় মুখ থুবড়ে পড়বে সে ব্যাপারে অনেকটাই একমত রাজনৈতিক মহল।

.