মিশরে আন্দোলনরত শতাধিক মহিলা শিকার যৌননির্যাতনের

মিশরের তাহরির স্কোয়ারে আর এক বার গণঅভ্যুত্থানের সাক্ষী গোটা বিশ্ব। কুর্শিচ্যুত সে দেশের প্রথম স্বাধীন ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুর্শি। কিন্তু গণ আন্দোলনের গায়েও কালি পড়েছে। আন্দোলন চলাকালীন তাহরির স্কোয়ারে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ১০১জন মহিলা।

Updated By: Jul 4, 2013, 01:55 PM IST

মিশরের তাহরির স্কোয়ারে আর এক বার গণঅভ্যুত্থানের সাক্ষী গোটা বিশ্ব। কুর্শিচ্যুত সে দেশের প্রথম স্বাধীন ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুর্শি। কিন্তু গণ আন্দোলনের গায়েও কালি পড়েছে। আন্দোলন চলাকালীন তাহরির স্কোয়ারে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ১০১জন মহিলা।
মিশরে বিভিন্ন নারী সংগঠন এবং মানবাধীকার সংগঠন গুলি এই নিগ্রহের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সূত্রে খবর, এই নিগ্রহ গুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা। তবে ২০১১তে যে গণঅভুত্থ্যানের সময়কার নিগ্রহগুলি অনেক ভয়াবহ হলেও এতদিন ধরে সুকৌশলে সেগুলিকে চাপা রাখার চেষ্টা করা হয়েছে।
যে কারণে এবারের তাহরির স্কোয়ারে যৌন নির্যাতন বিরোধী মঞ্চ তৈরি করা হয়েছিল। বিভিন্ন নারীবাদী সংগঠন গুলি জানিয়েছে জুনের ২৮ থেকে জুলাইয়ের ৩ তারিখ অবধি যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাহরির স্কোয়ারে প্রতিবাদে সামিল ১০১জন মহিলা।
সূত্রে খবর, আন্দোলনের গতি স্থগিত করার চেষ্টা করতেই পরিকল্পনা মাফিক মেয়েদের উপর নির্যাতন চালিয়েছে মুর্শি পন্থীরা।

.