কাশ্মীর ইস্যু নিয়ে পাক সরকারের বিরুদ্ধে সরব হলেন পাক সেনা প্রধান

এবার ভারতের বিরুদ্ধে ঘুরিয়ে আক্রমণ হানলেন পাক সেনা প্রধান। পাকিস্তানের সরকার, রাজনৈতিক নেতাদের পর এবার  কাশ্মীর ইস্যুতে সরব হলেন  সে দেশের  সেনা প্রধান রাহিল শরীফ। সরাসরি গণভোটের কথা না বললেও তাঁর দাবি কাশ্মীরের মানুষকে স্বাধীন ভাবে মত প্রকাশ করতে দিলে তবেই শান্তি আসবে।

Updated By: Oct 18, 2014, 06:13 PM IST
কাশ্মীর ইস্যু নিয়ে পাক সরকারের বিরুদ্ধে সরব হলেন পাক সেনা প্রধান

ইসলামাবাদ: এবার ভারতের বিরুদ্ধে ঘুরিয়ে আক্রমণ হানলেন পাক সেনা প্রধান। পাকিস্তানের সরকার, রাজনৈতিক নেতাদের পর এবার  কাশ্মীর ইস্যুতে সরব হলেন  সে দেশের  সেনা প্রধান রাহিল শরীফ। সরাসরি গণভোটের কথা না বললেও তাঁর দাবি কাশ্মীরের মানুষকে স্বাধীন ভাবে মত প্রকাশ করতে দিলে তবেই শান্তি আসবে।

আগ্রাসন হলে পাল্টা জবাব দিতে তাঁর বাহিনী যে প্রস্তুত সে হুমকিও দিয়েছেন পাক সেনা প্রধান। অন্য দিকে  জম্মু কাশ্মীর সীমান্তে  দফায় দফায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন  জারি রেখেছে পাকিস্তান। পুঞ্চের হামিরপুরে ভারতীয় ঘাঁটি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা।  এই নিয়ে চব্বিশ ঘণ্টায় জম্মু ও পুঞ্চ সীমান্তে চার বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।

 

.