রেস্তোরাঁয় খাওয়া সেরে ওবামা পকেটে হাত দিয়ে দেখলেন ট্যাঁক ফাঁকা
ওয়েব ডেস্ক: তিনি নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। অথচ সামান্য রেস্তোরাঁর বিল মেটাতে গিয়ে হিমশিম ক্ষেতে হয়েছে সেই বারাক ওবামাকেই। পকেটে টাকা তো ছিলই না, এমনকী বিপদের সময় কাজে আসেনি তাঁর ক্রেডিট কার্ডও। মাসখানেক আগের সেই ঘটনা গতকাল নিজে মুখেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা জানিয়েছেন, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভা চলাকালীন স্ত্রী মিশেলকে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। বিল মেটাতে রেস্তোরাঁর কর্মীর কাছে নিজের ক্রেডিট কার্ডটি দেন ওবামা। কিন্তু যথেষ্ট ব্যালান্স নেই বলে কিছুক্ষণ পরই তা ফিরিয়ে দেন ওই রেস্তোরাঁ কর্মী। ওবামা বলেছেন, সেসময় রেস্তোরাঁর কর্মীরা হয়তো তাঁকে প্রতারক বলেই মনে করছিলেন।
শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্টেরসাহায্যে এগিয়ে আসেন তাঁর স্ত্রী মিশেল। ওবামা বলেন, ভাগ্যিস মিশেলের কাছে কিছু ডলার ছিল। তা দিয়েই শেষপর্যন্ত বিল মিটিয়ে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট।