ফের Sugical strike করতে পারে ভারত, দাবি পাক মন্ত্রীর

তাঁর এমন মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। 

Updated By: Dec 18, 2020, 07:09 PM IST
ফের Sugical strike করতে পারে ভারত, দাবি পাক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন- ভারতের সামাজিক পরিস্থিতি ভাল নয়। একাধিক সমস্যায় জেরবার গোটা দেশ। আর তাই সাধারণ মানুষের নজর দেশের সমস্যা থেকে ঘুরিয়ে দিতে ফের পাকিস্তানের উপর সার্জিকাল স্ট্রাইক করতে পারে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi) দুবাইতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করেছেন। আর তাঁর এমন মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। 

কৃষক আন্দোলনের জেরে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। তার উপর দেশের অর্থনীতিও ভাল জায়গায় নেই। একের পর এক সামাজিক সমস্যায় জেরবার ভারত। তাই বিজেপি সরকার দেশবাসীর নজর ঘোরাতে পাকিস্তানের উপর আতর্কিত আক্রমণ চালাতে পারে বলে দাবি করেছেন এই পাক নেতা। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ''ভারত যে সব প্রতিবেশী দেশগুলিকে নিজেদের বন্ধু বলে মনে করে, তাদের সঙ্গে এই ব্যাপারে গোপনে কথা বলছে। পাকিস্তানের উপর সার্জিকাল স্ট্রাইক চালানোর জন্য সেইসব দেশগুলির সমর্থন জোগাড় করার চেষ্টা করছে। আমাদের একাধিক গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে পাকা খবর দিয়েছে।''

আরও পড়ুন-  করোনা আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ (Macron), বাতিল লেবানন সফর

সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। মধ্যে প্রাচ্যের একাধিক দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আমিরশাহীতে সফররত পাক মন্ত্রী ভারত সরকারের বিরুদ্ধে একাধিক নালিশ করেছেন। কুরেশি এদিন আরও বলেছেন, ''আমরা গোয়েন্দা সংস্থাগুলির খবরের উপর ভিত্তি করে সীমান্তে নজরদারি বাড়িয়েছি। এমনকী আগের থেকে বেশি সংখ্যক সেনা ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হয়েছে। আযাচিত আক্রমণ পাকিস্তান আর বরদাস্ত করবে না। যোগ্য জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি।''

.